কিছুদিন আগেই দীপঙ্কর দের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয় নিয়ে কথা বলে খবরের শিরোনামে উঠে আসেন দোলন রায়। তাঁদের সম্পর্ক নিয়ে নানা লোকে নানা কথা বলেছে তবুও তাঁরা সেসবে পাত্তা না দিয়ে নিজেদের মতো ভালো আছেন।
দোলন রায় এবং দীপঙ্কর দের সম্পর্ক এবং বিয়ে
১৯৯৭ সাল থেকে আলাপ দোলন রায় এবং দীপঙ্কর দের। বিদেশে একটি অনুষ্ঠানে গিয়ে কাছাকাছি আসেন তাঁরা। প্রাথমিক ভাবে এই সম্পর্ক নিয়ে নিমরাজি থাকলেও পরে বর্ষীয়ান অভিনেতা দোলনকে বিশ্বাস করান যে তিনি সত্যি ভালোবাসেন তাঁকে। এমনকি ২০২০ সালে যতই তাঁদের বিয়ে হোক না কেন খাতায় কলমে, আদতে ১৯৯৭ সালেই তাঁরা গোপনে বিয়ে সেরে রেখেছিলেন। কিন্তু সেই কথা সকলের থেকে গোপন রাখেন। কিন্তু কেন সেটাই এদিন প্রকাশ্যে আনেন।
আরও পড়ুন: দীপঙ্কর দের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে 'তৃপ্ত' নন দোলন! বললেন, 'মানিয়ে নিয়েছি, নইলেই অশান্তি...'
আরও পড়ুন: 'দ্রুত সুস্থ হও, আমরা আবার...' কাবুলিওয়ালার জন্য উদ্বিগ্ন মিনি, মিঠুনের জন্য কী লিখল ছোট্ট অনুমেঘা?
দীপঙ্কর দের বড় মেয়ের থেকেও ছোট দোলন। তাই স্বাভাবিক ভাবেই তাঁরা যখন সহবাস করতেন তখন অনেকেই অনেক কথা বলেছিলেন। কটাক্ষ করেছিলেন। কিন্তু এদিন নিবেদিতা অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তাঁরা মোটেই সহবাস করেননি। বরং গোপনে বহু আগেই তাঁরা বিয়ে করে ফেলেছিলেন।
এদিন দোলন রায় এই সাক্ষাৎকারে বলেন, 'বিদেশেই ১৯৯৭ সালে একটি জগন্নাথ মন্দিরে গিয়ে ও (দীপঙ্কর দে) আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। খুব গোপনে আমাদের বিয়ে হয়। সেভাবেই ও আমায় জিতে নিয়েছিল। আমি ওকে বলেছিলাম বিয়ের আগে এই নয়, সেই নয়। তো তখনই আমাদের বিয়ে হয়। এরপর দেশে ফিরে সারদা মায়ের জন্মতিথির দিন ও যেহেতু রামকৃষ্ণ দেবের দীক্ষিত তাই সেদিন আমায় নিয়ে মঠে যায়। সেখানে আবার মহারাজের সামনে আমায় সিঁদুর পরায়। কিন্তু আমরা এই কথা কখনই প্রকাশ্যে আনিনি।
আরও পড়ুন: দেবের সিনেমার ফ্যান মমতা! টনিকের পর কোন ছবি দেখার আবদার জুড়লেন মুখ্যমন্ত্রী?
কারণ ব্যাখ্যা করে দোলন বলেন, 'ওর তো ডিভোর্স হচ্ছিল না। অনেক টাকা চেয়েছিল। ওর কাছে অত টাকা ছিল না। সেটা জোগাড় করতে হতো। তারপর আমাদের একটা ফ্ল্যাট বিক্রি করে খোরপোষের টাকা জোগাড় করে ও। অনেক বড় অ্যামাউন্ট তো।'
দীপঙ্করের প্রাক্তনকে নিয়ে দোলন
তবে বর্তমানে দীপঙ্কর দের প্রাক্তনের সঙ্গে দোলনের সুসম্পর্ক আছে বলেই তিনি জানান। যদিও তিনি দাবি করেন যতক্ষণ তাঁদের বিয়ে হয়েছে ততদিন তাঁর এবং বিট্টুর (দীপঙ্কর দের প্রাক্তন) দেখা হয়নি।