পরনে লাল সরু পাড় সাদা সুতির শাড়ি, লাল ম্যাচিং ব্লাউজ, গলায় সোনার হার, কানে ঝুমকো, আর হাতে শাঁখা-পলা। সিঁথি থেকে গাল, সিঁদুরে রাঙা কোয়েল মল্লিক। এছবি মল্লিক বাড়ির সিঁদুর খেলার। কোয়েলের পাশে দেখা গেল নিসপাল সিং রানেকেও। তাঁরও মুখ সিঁদুর রাঙা। মল্লিক বাড়িতে বিজয়া দশমীর বেশকিছু ছবির কোলাজ ভিডিয়ো আকারে পোস্ট করেছেন কোয়েল।
তবে শুধু কোয়েল আর নিসপাল সিং রানে নয়, কোয়েলের পোস্টে দেখা যাচ্ছে তাঁদের সাড়ে ৩ বছরের ছেলে কবীরকেও। রয়েছেন অভিনেতা রঞ্জিৎ মল্লিক, তাঁর স্ত্রী দীপা মল্লিককেও দেখা গেল 'মা' দুর্গাকে বরণ কর নিতে। দেখা গেল মল্লিক বাড়ির আরও অনেক বর্ষীয়ান সদস্যকেও। তবে শুধু মল্লিক বাড়ির সদস্যরা নয়, বহু মানুষই বিজয়া দশমীতে মল্লিক বাড়িতে গিয়ে সিঁদুর খেলেন। সিঁদুর খেলার পাশাপাশি, দেবী বরণের এক টুকরো ভিডিয়োও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোয়েল। সঙ্গে সকলকে জানিয়েছেন বিজয়া দশমীর শুভেচ্ছা।
আরও পড়ুন- ৪কোটির ল্যাম্বরগিনি কিনে ইসকনে গিয়ে পুজো করালেন, ট্রোলিংয়ের মুখে শ্রদ্ধা
আরও পড়ুন-‘ছোট্ট টিপ, হালকা লিপস্টিক’, সঙ্গে ১০০ বছরের পুরনো এটা কার শাড়ি কেন পরলেন রিয়া!
এবছর মল্লিক বাড়ির দুর্গাপুজোর ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কোয়েল মল্লিক। প্রসঙ্গত, কোয়েলদের এই মল্লিক বাড়ির দুর্গাপুজোর ইতিহাস বহু পুরনো। শুরুটা হয়েছিল ১৯২৫ সালে, তারপর থেকে সেই একই ধাঁচে মল্লিক বাড়িতে পুজো হয়ে আসছে। ৯৮ বছর আগে মল্লিক বাড়িতে দুর্গাপুজোর শুরু করেছিলেন রাধা মাধব মল্লিকের ছেলেরা। তারপর থেকে সেই একই ধাঁচে পুজো হয়ে আসছে।
এবারও মল্লিক বাড়ির পুজোয় নাতি কবীরের সঙ্গে মিলে কাঁসর বাজালেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিৎ মল্লিক। এছাড়াও পুজোর নানান মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোয়েল।