মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, রিচা চাড্ডা, সিদ্ধার্থ মালহোত্রা, ইমরান হাসমি, হুমা কুরেশি এবং অনুপম খেরের মতো বলিউড সেলিব্রিটিরা তাঁদের ভক্তদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। মিঠি ইদের শেষ হলেই তার পরে ইসলাম ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ উৎসব বকরি ইদ। রবিবার সারা বিশ্ব জুড়ে মুসমনাদের ইদ-উল-আদাহ ছিল।
২০২২ সালের ইদ-উল-আদাহ উপলক্ষে মাধুরী এবং সিদ্ধার্থ নেটমাধ্যমে লিখেছেন, 'ইদ মোবারক (শুভ ইদ)', অভিনেতা আমির খানের দল টুইট করেছে, ‘সকলকে সুস্বাস্থ্য, শান্তি এবং সুখ কামনা করছি।’
তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীও টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সবাইকে ইদ মোবারক! ঈদ-উল-আদাহ শুভ উপলক্ষ সকলের জন্য ঐক্য, সম্প্রীতি, শান্তি ও সুখ ছড়িয়ে দিন।’

অভিনেতা অনুপম খের হিন্দিতে টুইট করেছেন, ‘ইদ-উল-আদাহ আপনাদের সকলের জন্য আমার শুভেচ্ছা।’ তার স্ত্রী, অভিনেতা-রাজনীতিবিদ কিরণ খের, অনুপমের মতো একই ইদ-উল-আদাহ শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে শেয়ার করেছেন।
রিচাও টুইটারে ইদ-উল-আদাহ-র শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ইদ মোবারক! আপনার জীবনে আনন্দ এবং শান্তিতে থাকুক! দোয়া রইল।’ সিদ্ধার্থ ইদ-উল-আদাহ উপলক্ষে একটি ধূসর কুর্তা নিজের ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর ভক্তদের ‘ইদ মোবারক’ শুভেচ্ছা জানিয়েছেন।

মাধুরীও একটি মিষ্টি নোট লিখে, ‘ইদ-উল-আদাহ মোবারক! আপনার উদযাপন আনন্দের এবং স্মরণীয় হোক।’ অভিনেতা ইমরান হাসমি এবং এষা দেওলও যথাক্রমে ইনস্টাগ্রাম স্টোরিজ এবং টুইটারে তাদের শুভেচ্ছা ভাগ করেছেন।
সঞ্জয় দত্ত তাঁর ভক্তদের ইদ-উল-আদাহ ‘ভালোবাসা, হাসি এবং সুখ’ কামনা করেছেন। অভিনেত্রী হুমা কুরেশিও উৎসব উপলক্ষে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন।