পাঠান ছবির পর এই বছর বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে গদর ২। দর্শকদের থেকে দারুণ সাড়া পাচ্ছে অনিল শর্মা পরিচালিত এই ছবি। মুখ্য ভূমিকায় আছেন সানি দেওল এবং আমিশা প্যাটেল। সঙ্গে উৎকর্ষ শর্মা এবং সিমরত কৌর আছেন। যে সপ্তাহে গদর ২ রিলিজ করে সেই সপ্তাহান্তে একটি বিশেষ স্ক্রিনিং এর আয়োজন করা হয়। আর সেখানে সপরিবারে ধরা দিলেন সানি দেওল। তাঁর সঙ্গে ববি দেওল এষা দেওল, এবং অহনা দেওল ছিলেন। এই বিষয়ে বলে রাখা ভালো ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রীর সন্তান হলেন সানি এবং ববি। অন্যদিকে হেমা অর্থাৎ ধর্মেন্দ্রর দ্বিতীয় পক্ষের স্ত্রীর দুই মেয়ে হলেন এষা এবং অহনা। সম্প্রতি ববি এবং সানির সঙ্গে এশার একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।
ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি এই ভাইরাল ছবি প্রসঙ্গে এষা বলেন, 'এই ছবিটা সহজাত ভাবেই উঠেছে। কোনও প্ল্যান করে নয়। আমরা আমাদের পরিবারের ব্যাপার ভীষণই ব্যক্তিগত রাখতে পছন্দ করি। আমরা একে অন্যকে ভীষণ শ্রদ্ধাও করি। আমি মনে করি আমি ওদেরকে রাখি পরাব কী পরাব না, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তবে বলে রাখি আমি আমার ভাইদের সেই ছোট্ট থেকে রাখি পরিয়ে আসছি, আগামীতেও পরাব। কিন্তু আমরা সেদিন মানুষের কাছে কিছু প্রমাণ করতে যাইনি।'
এই বিষয়ে বলা রাখা ভালো সেদিন এষা এবং অহনাকে ববি সানির সঙ্গে দেখে ভেবেছিলেন পুরোটাই বোধহয় ফেক। কিন্তু সেটা যে নয় সেটা অভিনেত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করে দিলেন।
আরও পড়ুন: 'গদর ৩' আসছে জানতেনই না পর্দার মুসকান! ছবি দেখে চমকে উঠে কী বলেছিলেন সিমরত?
তিনি আরও জানান, ‘আমাদের গোটা পরিবারের একাধিক ছবি আছেই বলে আমি যতদূর জানি।’ এষা এবং অহনার মাও এই প্রসঙ্গে জানান তিনি তাঁদের চার সন্তানকে একসঙ্গে দেখে ভীষণই খুশি কিন্তু এটা প্রথমবার নয়।
গদর ২ ছবিটি আসলে ২০০১ সালে মুক্তি পাওয়া গদর এক প্রেম কথার সিকুয়েল। এটি গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে। এখনও পর্যন্ত দর্শকদের থেকে ভালো সাড়া পাচ্ছে এই ছবি।