বাংলা নিউজ > বায়োস্কোপ > Dinesh Kartik on Jawan: কেকেআর থেকে ‘বিতাড়িত’ কার্তিক মুগ্ধ জওয়ানে,'ফিনিশার' DK-র কাছে বিশেষ আবদার শাহরুখের

Dinesh Kartik on Jawan: কেকেআর থেকে ‘বিতাড়িত’ কার্তিক মুগ্ধ জওয়ানে,'ফিনিশার' DK-র কাছে বিশেষ আবদার শাহরুখের

শাহরুখ মুগ্ধ ছবি-পোকা দীনেশ কার্তিককে দেখে 

Dinesh Kartik on Jawan: ২০১৮ সালে  ‘জওয়ান’ নিয়ে অ্যাটলির সঙ্গে আলোচনা শুরু হয় শাহরুখের, গোপন কথা ফাঁস করলেন কার্তিক। প্রাক্তন কেকেআর অধিনায়কের উদ্দেশে কী বললেন শাহরুখ? 

চারিদিকে চর্চায় শাহরুখ ‘জওয়ান’। শাহরুখ খানের এই ছবি নিয়ে ভক্তমহলে উন্মাদনা তুঙ্গে। শাহরুখের এই ছবি দেখে ফেলেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়কও। গত বছর কেকেআর ছেড়ে দেয় তাঁকে। অথচ পুরনো দলের মালিকের ছবি দেখে মুগ্ধ ডিকে! প্রশংসায় ভরিয়ে দিলেন শাহরুখকে।

সোশ্যাল মিডিয়া এক্স (অতীতে টুইটার)-এ জওয়ান নিয়ে লম্বা পোস্ট লেখেন ক্রিকেট তারকা। সেই পোস্ট নজর এড়ায়নি শাহরুখ খানেরও। জওয়ান নিয়ে কার্তিক লেখেন- ‘আমি নিশ্চিত জওয়ান ভারতের সবচেয়ে বেশি আয় করা ছবি হিসাবে পরিচিতি পাবে! পরিচালক অ্যাটলি কুমারের অসাধারণ প্রয়াস শাহরুখকে এতগুলো অবতারে তুলে ধরা। আমার সবচেয়ে প্রিয় বিক্রম রাঠোর! এই চরিত্রে যে স্টাইল, যে ক্যারিশ্মা শাহরুখের মধ্যে ধরা পড়েছে তা আগে কখনও দেখিনি। আমার মনে আছে ২০১৮ সালের কথা, যখন আমি কেআরকে দলে শুরু করেছিলাম। সেইসময়ই অ্যাটলি এই ছবি নিয়ে শাহরুখের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন। এমনকী চেন্নাই বনাম কেকেআর ম্যাচ দেখতে চেন্নাইয়ের মাঠে হাজির ছিলেন অ্যাটলি।’

এরপর কার্তিক যোগ করেন, ‘পাঁচ বছরের লম্বা সময়, অনেক আলোচনা, চিত্রনাট্যে অনেক ছোট ছোট মোচড়, সবকিছু সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরে বাণিজ্যিকভাবে এই ছবিটা পেশ করা। প্রতিটা ফ্রেম দেখে আনন্দ মন ভরে উঠেছে, ছবি জুড়ে রয়েছে স্টাইল…. সত্যি বলতে এই অপেক্ষা বিফলে যায়নি’। এরপর কেকেআরের ম্যানেজিং ডিরেক্টর তথা শাহরুখের প্রযোজনা সংস্থার সিইও ভেঙ্কি মাইসোরের অক্লান্ত পরিশ্রমকে কুর্ণিশ জানিয়ে কার্তিক গোটা জওয়ান টিমকে অভিনন্দন দেন। জওয়ান-এ শাহরুখের দুই সহকর্মী নয়নতারা এবং বিজয় সেতুপতির নাম বিশেষভাবে উল্লেখ করেন কার্তিক।

কার্তিকের সেই টুইট দেখে চোখ ছানাবড়া শাহরুখের। মুগ্ধ হয়ে বাদশা লেখেন- ‘দারুণ ব্যাপার ডিকে! তুমি যে এমন সিনেমা পাগল জানা ছিল না! কেকেআরে থাকাকালীন তো তোমার এই দিকটা আমার চোখে পড়েনি। খুব ভালো লাগল যে তুমি এই ছবিটা এনজয় করেছো, দীপিকা (কার্তিকের স্ত্রী দীপিকা পল্লীকল)-কে আমার অনেক ভালোবাসা!! পারলে কয়েক সপ্তাহ পরে এই ছবিটা হলে গিয়ে আবার দেখো, আসলে ফিনিশার হিসাবে তোমাকে সবসময় দরকার’।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জতীয় দলে দেখা যায়নি কার্তিককে। বয়সের জেরেই তাঁকে নিয়ে আপতত ভাবছেন না নির্বাচকরা। অন্যদিকে বক্স অফিসে তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে ‘জওয়ান’। মুক্তির প্রথম তিনদিনে বিশ্ব বক্স অফিসে ৫২০.৭৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। 

 

বন্ধ করুন