বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar: ডেয়ারডেভিলসের বিপদের সময় চুক্তি বাতিলের ক্ষতিপূরণের টাকা মুকুব করে দেন দিল্লি অন্তপ্রাণ অক্ষয় কুমার

Akshay Kumar: ডেয়ারডেভিলসের বিপদের সময় চুক্তি বাতিলের ক্ষতিপূরণের টাকা মুকুব করে দেন দিল্লি অন্তপ্রাণ অক্ষয় কুমার

গ্যালারিতে অক্ষয় কুমার। 

দিল্লি ক্যাপিট্যালস (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস)-এর সঙ্গে যুক্ত ছিলেন অক্ষয় কুমার আইপিএলের দ্বিতীয় সিজনে। দিল্লি দলের প্রচারের মুখ হিসেবে ৩ বছরের চুক্তি স্বাক্ষর করেছিলেন। তবে ১ বছরেই বেরিয়ে আসেন চুক্তি ভেঙে। 

ক্রিকেট আর বলিউড বরাবর হাত ধরাধরি করে এগিয়েছে ভারতে। বিনোদনের বহু তারকা সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন, বিশেষ করে আইপিএল আসার পরে। কেউ কিনে নিয়েছেন ক্রিকেট দল। তো কেউ আবার ছিলেন কোনও ক্রিকেট দলের মুখ। ঠিক যেমন ছিলেন অক্ষয় কুমার। একেবারে শুরুর দিকে দিল্লি ডেয়ারডেভিলস (অধুনা দিল্লি ক্যাপিটালস) দলের প্রচারের কাজে যুক্ত ছিলেন অক্ষয় কুমার। তবে দিল্লি আর্থিক ক্ষতির মুখে পড়তেই নিয়ে ফেলেছিলেন বড় সিদ্ধান্ত। ক্রিকেট প্রশাসক অমৃত মাথুরের আত্মজীবনী ‘পিচসাইড: মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট’ বইয়ের মাধ্যমে যে কথা সম্প্রতিই সামনে এসেছে। 

আইপিএলের দ্বিতীয় সিজনে দিল্লি ক্যাপিট্যালস (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস)-এর যুক্ত ছিলেন অক্ষয় কুমার। সেইসময় এই দলের প্রচারের মুখ ছিলেন অক্ষয় কুমার। মাথুরের আত্মজীবনী অনুযায়ী, সেইসময় দিল্লির দল প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। ফলত অক্ষয় নিজে এগিয়ে এসে দল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

মাথুরের আত্মজীবনীতে বলা হয়েছে, ‘দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছিলেন অক্ষয়। দলের প্রচার করা, মিট ও গ্রিট এবং কর্পোরেট অনুষ্ঠানে যাওয়া, এই কাজ নির্ধারণ হয়েছিল ওঁর জন্য। তবে কোটলায় একটা অনুষ্ঠানে যাওয়ার পর কিছুই করতে হয়নি অক্ষয়কে। কারণ দিল্লি বুঝেই উঠতে পারছিল না ওঁকে কীভাবে ব্যবহার করা যেতে পারে। সেই মরশুমের শেষে আর্থিক ক্ষতি নিয়ে লম্বা বৈঠক হয়। দেখা গেল লোকসান হয়েছে। সেখানেই ঠিক হয় অক্ষয়ের চুক্তি বাতিল করা হবে বা নতুন করে তৈরি করা হবে।’ 

মাথুরের আত্মজীবনী অনুযায়ী, এদিকে অক্ষয়ের সঙ্গে করা চুক্তিতে নাকি স্পষ্ট উল্লেখ ছিল বাতিল করা যাবে না। বরং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তিন বছর তা থাকবে। দিল্লি দলের আইনজীবীরা অক্ষয়ের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন নতুন চুক্তি করা নিয়ে। মিলছিল না কোনওরকমের সমাধান। অক্ষয়ের আইনজীবীদের সাফ জবাব ছিল, এভাবে চুক্তিভঙ্গ করা যাবে না। বরং চুক্তি ভাঙলে দিতে হবে আর্থিক ক্ষতিপূরণ।  

ওই আত্মজীবনী অনুযায়ী, এরপর মাথুর নিজে অক্ষয়ের সঙ্গে গিয়ে দেখা করেন। কথা বলে গোটা পরিস্থিতি বুঝিয়ে বলেন। ‘একটা সিনেমার সেটে গিয়ে ওর সঙ্গে দেখা করি। ভ্যানিটি ভ্যানে ওর অপেক্ষা করছিলাম। দেখা করে ওকে সবটা বলি। ও পুরোটা শুনে আমাকে বলে দেয় কোনও সমস্যা নেই চুক্তি বাতিল করে দিতে। আমি প্রথমটা শুনতে পাইনি। ও আবার একই কথা বলে। আমি আইনভঙ্গের কথা বললে জানায় নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলে নেবে।’

বায়োস্কোপ খবর

Latest News

কোরি অ্যান্ডারসনের আগে এই ৪ ক্রিকেটার ২টি দেশের হয়ে T20 বিশ্বকাপ খেলেছেন তোয়ালে জড়িয়ে কড়া রোদে বসে, Jolly LLB 3-র শ্যুটিংয়ের ফাঁকে এ কী হাল অক্ষয়ের ধুবরি লোকসভা কেন্দ্র ২০২৪: চতুর্থবার জিততে মরিয়া আজমল, জানুন অতীতে কী হয়েছিল কর্মীর কৃতকর্মের দায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের, পর্যবেক্ষণে বলল সুপ্রিম কোর্ট ৭ দিনে ১১৫০ টাকা কমেছে সোনার দাম, আজ তিলোত্তমায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু? শতাব্দীর গাড়ি দেখে ‘চোর ধরো’ স্লোগান BJPর, উনি তো TMCর আদি চোর, বললেন দেবতনু কোন বয়স পেরোলে আপনি বুড়ো? কত বছর বয়স থেকে শুরু হয় বার্ধক্য? কী বলছে গবেষণা কলকাতা মেট্রোয় খুলল নয়া 'পথ', বড় সুবিধা পাবেন যাত্রীরা, রইল বিস্তারিত তথ্য কনের মাথায় মুকুট, বরের গলায় ফুলের মালা, আদরে-সোহাগে আশীর্বাদ হল আদৃত-কৌশাম্বির ইংল্যান্ডের আদালতে বন্ধ হল বরিস বেকারের দেউলিয়াত্ব সংক্রান্ত মামলা

Latest IPL News

‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের? নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.