সেলিব্রিটি ক্রিকেট লিগের নতুন মরসুম শুরু হয়েছে গত শুক্রবার থেকে। বেঙ্গল টাইগার্সরা মাঠে নেমেছিল শনিবার। প্রথম ম্যাচেই কেরালা স্ট্রাইকার্সদের ৩৩ রানে হারাল বাংলার হিরোরা। ম্যাচের নায়ক জ্যামি বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন-বুর্জ খলিফায় ভেসে উঠল যিশুর মুখ! সাক্ষী সোহেল খান-সোনু সুদরা, গর্বে বুক ফুলল বাংলার
চব্বিশের মহাসংগ্রাম অনুষ্ঠিত হচ্ছে মরু শহর শারজা ও দুবাই-তে। হ্যাঁ, সিসিএলের দশম এডিশনের জন্য আয়োজকরা ভেন্যু হিসাবে বেছে নিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিকে।দেশের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের তারকাদের নিয়ে তৈরি এই ক্রিকেট লিগে অংশ নেয় দেশের মোট আটটি দল। বাংলার প্রতিনিধিত্ব করে যিশু সেনগুপ্তের নেতৃত্বাধীন বেঙ্গল টাইগার্স। সদ্য়ই শাশুড়িমা প্রয়াত হয়েছেন, ব্যক্তিগত শোক ভুলে আপাতত ক্রিকেট মাঠে মন যিশুর।
অপেশাদার এই ক্রিকেট লিগের ফর্ম্যাট সাধারণ টি-টোয়েন্টি ম্যাচের চেয়ে একটু আলাদা। দশ-দশ ওভার করে দুটি ইনিংসে খেলা হয়। এদিন শুরুতে ব্যাট করে ১০ ওভারে ১২৮ রান তোলে বেঙ্গল টাইগার্স, জবাবে ১০৩ রানে আটকে যায় কেরল স্ট্রাইকার্স। দ্বিতীয়ার্ধে ৬ উইকেট হারিয়ে ৯১ রান তোলে যিশু-ব্রিগেড। শেষ ইনিংসে মাত্র ৮৩-তেই ইতি টানে কেরল স্ট্রাইকার্স।
২৫ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা বেঙ্গল টাইগার্সের অলরাউন্ডার জ্যামি বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তান টাইমস বাংলাকে জ্যামি বলেন, ‘আমরা শুরু থেকেই খুব কনফিটেন্ড ছিলাম যে ভালো কিছু করতে পারব। যতটা প্র্যাক্টিস হয়েছে, বা সবার ফর্ম দেখে তেমনটাই মনে হয়েছিল। এবার আমাদের কোচিং স্টাফও বদলেছে। সিসিএলে এইবার বেশকিছু নিয়ম বদলেছে। সবরকম কম্বিনেশনের কথা মাথায় রেখে কোচিং স্টাফেরা টিম তৈরি করেছেন’।
জ্যামি আরও বলেন, ‘আমার প্রথম ইনিংসের ২৫ বলে ৬২ রানটা ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়। সেটা ভেবে ভালো লাগছে। প্রথম ইনিংসে আমরা ২৫ রানের লিড পেয়ছিলাম, দলের জয়ে অবদান রাখতে পেরে। সবাই ভালো খেলেছে। যিশুদা যেভাবে খেলাটা পরিচালনা করছে সেটাকে কুর্নিশ জানাতেই হচ্ছে’।
২০১০ সালে শুরু হয়েছিল সিসিএল। তবে ট্রফি তো দূরে থাক, শেষ চারের চৌকাঠও আজ পর্যন্ত পেরোতে পারেনি বেঙ্গল টাইগার্স। এবার কি ইতিহাস বদলাবে? আত্মবিশ্বাসের সুরে জ্যামি বললেন, ‘এবার আমাদের লক্ষ্য়েই সিসিএলের ট্রফি। আগামি ম্য়াচ নিয়ে আমরা কনফিডেন্ট। কাল সৌরভ দাস দারুণ কিপিং করেছে। রাহুল (মজুমদার) খুব ভালো খেলেছে। এই বছর আমাদের খিদেটা অনেকটা বেশি’।
বাংলার হয়ে সিসিএলে মাঠে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ দাস, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় মুখোপাধ্যায়, জয়ী দেবরায়, উদয় প্রতাপ সিং-দের। দলের উৎসাহ বাড়াতে মাঠে দেখা মিলেছে নীলাঞ্জনা সেনগুপ্ত, দর্শনা বণিক, প্রীতি বিশ্বাসদের।