বাংলা নিউজ > বায়োস্কোপ > Gazi Abdun Noor: ‘মায়ের জন্য নিজের হাতে ইলিশ পোলাও, চিকেনকারি বানাব’, ইদের মেনু জানালেন টেলিপর্দার 'রাজচন্দ্র দাস' নূর

Gazi Abdun Noor: ‘মায়ের জন্য নিজের হাতে ইলিশ পোলাও, চিকেনকারি বানাব’, ইদের মেনু জানালেন টেলিপর্দার 'রাজচন্দ্র দাস' নূর

টেলিপর্দার 'রাজচন্দ্র দাস' গাজী আব্দুন নূর

‘খাওয়া-দাওয়া তো স্পেশাল হবেই। আমি ৩০টা রোজা রেখেছি।রোজা শেষে ইদের খাওয়া-দাওয়া সত্যিই স্পেশাল হয়। তবে রান্নাবান্না বাড়িতই হবে। আর সেটা আমিই করব। মাকে খাওয়াব।’

১১ এপ্রিল, বৃহস্পতিবার খুশির ইদ (Eid), ইদ-উল-ফিতরের আনন্দে মেতে উঠেছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। আমজনতা থেকে সেলেব্রিটি, বাদ নেই কেউই। এপার বাংলার পাশাপাশি ইদ সেলিব্রেট করছেন ওপার বাংলার সেলেবরাও। এরই মাঝে Hindustan Times Bangla-র সঙ্গে নিজের ইদের পরিকল্পনা ভাগ করে নিলেন অভিনেতা গাজী আব্দুন নূর। এই বাংলায় টেলিভিশনের দর্শক অবশ্য তাঁকে ‘করুণাময়ী রাণি রাসমণি’র স্বামী বাবু রাজচন্দ্র দাস হিসাবেই চেনেন

ইদ কী কাটানোর পরিকল্পনা?

গাজী আব্দুন নূর জানালেন, ‘ছোটবেলায় যে আনন্দগুলো ভীষণ মধুর ছিল, বড় হয়ে সেগুলিই এখন অনেকটা ফিকে। ইদের ক্ষেত্রেও তাই। এবার ইদে আলাদা করে কোনও পরিকল্পনা নেই, বাড়িতেই থাকব। খাওয়া-দাওয়া করব, আর মা-কে নিয়ে একটু বাইরে কোথাও হয়ত যাব। এখন বাড়িতে সদস্য বলতে আমি আর মা।’

আর ইদ স্পেশাল খাওয়া-দাওয়া?

গাজী আব্দুন নূর বলেন, ‘খাওয়া-দাওয়া তো স্পেশাল হবেই। আমি ৩০টা রোজা রেখেছি। রোজা শেষে ইদের খাওয়া-দাওয়া সত্যিই স্পেশাল হয়। তবে রান্নাবান্না বাড়িতই হবে। আর সেটা আমিই করব। মাকে খাওয়াব।’

আপনি রান্না করবেন?

নূর- ‘হ্যাঁ, রান্নাটা এখন আমিই করি। শুধু ইদের জন্য নয়। মাঝে মধ্যেই রান্না করি। আসলে মায়ের বয়স হয়েছে। ৭০-এর উপর বয়স। তাই এই বয়সে মাকে আর রান্নাঘরে যেতে দেওয়া যায় না। সারা বছর রান্নার জন্য একজন লোক আছেন। উনিই রান্না করেন। তবে মাঝেমধ্যে ওই একই রান্না খেতে মায়ের ভালো লাগে না। তখন আমিই করি। এমনও হয়েছে হয়ত ঢাকায় শ্যুটিং করছি। মাঝে ফিরে এসে মায়ের জন্য রান্না করে তারপর আবারও শ্যুটে গেছি। আর ইদেও আমিই রান্না করব।’

আরও পড়ুন-'রোজা রেখেছি, নমাজ পড়ব, তারপর থাকছে স্পেশাল খাওয়াদাওয়া', ইদের পরিকল্পনা জানালেন ‘যোগমায়া’র নায়ক সৈয়দ আরেফিন

মেনুতে কী?

টেলিপর্দার 'রাসমণি'র স্বামী 'রাজচন্দ্র দাস' ওরফেগাজী আব্দুন নূর বলেন, ‘ইদে পোলাও, কিংবা হয়ত ইলিশ পোলাও করতে পারি। চিকেনও করব। কারণ, মা রেড মিট খান না। এই বয়সে খাওয়াও ঠিক নয়। তাই চিকেন আর ইলিশ পোলাও বানাব।’

ইদের কেনাকাটা করেছেন?

নূর- হ্যাঁ, সেটা করেছি। আমি নিজের জন্য ঢাকারই বুটিক থেকে আমার আর মায়ের ম্যাচিং করে পোশাক কিনেছি। আমার জন্য কালো পাঞ্জাবি, আর মায়ের জন্য কালো থ্রি পিস পোশাক কিনেছি। বয়স হয়ে যাওয়ার কারণে, মা বয়সের কারণে এখন শাড়িটা ঠিক পরে উঠতে পারেন না।

এখন বাংলাদেশে কী কাজ করছেন?

নূর- বাংলাদেশে আমার তিনটে ছবি রিলিজ করেছে। এছাড়াও টেলিভিশনে কাজ করছি। আর খুব শীঘ্রই হয়ত কলকাতার টেলিভিশনেও ফিরব। কথাবার্তা চলছে, তবে এখনও ফাইনাল কিছু হয়নি। তবে আমি কলকাতায় ফিরতে চাইছি। মাকে নিয়েও যাব।

প্রসঙ্গত, অভিনেতা গাজী আব্দুন নূর জন্মসূত্রে বাংলাদেশের যশোরের ছেলে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা করেছেন সেখানেই। এরপর ২০১১ সালে কলকাতায় আসেন নূর। তারপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পর্যায়ে এদেশের সরকারের আইসিসিআর বৃত্তিও পান বলে জানা যায়। এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকেই তিনি জার্নালিজম নিয়েও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর অভিনয়ে এসে জি বাংলার ‘করুণাময়ী রাণি রাসমণি’র সিরিয়ালের রাজচন্দ্র দাসের চরিত্রে ভীষণই জনপ্রিয়তা পান গাজী আব্দুন নূর। 

বায়োস্কোপ খবর

Latest News

কে বলেছে অভিষেক নেই! ঘটা করে প্রয়াত অভিনেতার জন্মদিন পালন স্ত্রী ও মেয়ের মনোনয়নপত্র জমা দিয়েই কল্যাণের জন্য ‘বিকল্প পেশার’ সন্ধান দিলেন দীপ্সিতা ৪ মাসে নেই একটাও ব্লকবাস্টার হিট, ফের সিনেমা হল বন্ধের আশঙ্কা হল মালিকদের! কেনাকাটা ছাড়াও অক্ষয় তৃতীয়ায় করুন এই ৩ কাজ, কখনোই হবে না অর্থের অভাব ‘মমতা রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যাননি কারণ অনুপ্রবেশকারীদের…’, কী বললেন শাহ? অভিষেকের ছবি বুকে নিয়ে জন্মদিন উদযাপন স্ত্রী ও মেয়ের, খেলেন ডাব চিংড়ি, বিরিয়ানি রিহার্সাল ছাড়াই এক টেকে আড়াই মিনিটের গানের শ্যুট সারেন সোনাক্ষী! এবার হিরণকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন দেব, বন্ধু কাঞ্চনকে নিয়ে মাতলেন কেশপুরে BANW v INDW: ৪৭ রান করেও জিতল ভারত! বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ১৯ রানে হারাল বাংলাদেশ রয়েছে অক্ষয় তৃতীয়া থেকে রবীন্দ্রজয়ন্তী! মে মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক? রইল তালিকা

Latest IPL News

‘সেন্ড অফ’-র পরে ১ ম্যাচ ব্যান KKR পেসারকে! নেটপাড়া বলল সেলিব্রেশনও করবে না? IPL -এর ইতিহাসে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন কুলদীপ যাদব বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ, অধিনায়ক লোকেশ রাহুলের পাশে থাকার বার্তা LSG-র T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায় T20 WC-এর জন্য ইংল্যান্ড দল ঘোষণা হতেই চাপে KKR ও RR! মাথায় হাত শ্রেয়স-সঞ্জুদের RCB-র নেটে ‘নতুন বুমরাহ’! চিনে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণ বোলারকে ‘অত নাচতে হবে না’… হঠাৎ কেন চিয়ার লিডারদের উদ্দেশ্যে এমন বললেন নাইট ক্রিকেটার? T20 World Cup-এবারের বিশ্বকাপের স্কোয়াডে একজনকে দেখতে চাই…কার কথা বললেন কিং খান? IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.