আজ সরস্বতী পুজো (২০২৪) প্রত্যেক বছরই এই দিনটি এলে বহু বাঙালির মনে ভেসে ওঠে হাজারো স্মৃতি। বসন্ত পঞ্চমীর এইদিনে পুজো, প্রেম, সহ আরও নানান কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। স্মৃতির পাতা থেকে এমনই কিছু কথা Hindustan Times Bangla-র সঙ্গে ভাগ করে নিলেন টেলি পর্দার ‘মিঠাই’, বড়পর্দার 'রুমি' সৌমিতৃষা কুণ্ডু।
আজ ১৪ ফেব্রুয়ারি , একইদিনে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে, কী বলবেন? এই কথাতেই সৌমিতৃষা বলে উঠলেন, ‘ভ্যালেন্টাইনস ডে বললে কিছুই মাথায় আসে না, কারণ আজ অবধি আমার সেভাবে কোনও স্পেশাল মুহূর্ত তৈরি হয়নি।’ তবে সরস্বতী পুজো বললেই মাথায় আসে স্কুলের দিনগুলোর কথা। আর এখন সরস্বতী পুজো মানে বিভিন্ন প্রযোজনা সংস্থার অফিসে যাওয়া, যাঁরা আমায় আমন্ত্রণ জানান, তাঁদের সঙ্গে দেখা করাটাই উদ্দেশ্য।'
সৌমিতৃষার কথায়, ‘তবে সরস্বতী পুজো বললে সেই ছোটবেলায় হলুদ শাড়ি পরে সেজেগুজে বের হওয়ার কথাই প্রথমে মনে পড়ে। এই দিনটা এলে, ছোটবেলার সেই আমিটাই যেন কোথাও মনের ভিতরে চলে আসে।’
মিঠাই বলেন, ‘সরস্বতী পুজো এলেই আমার মা আমার জন্য নতুন শাড়ি, ব্লাউজ কিনে রাখতেন। যেখানে আমার বন্ধুরা সকলে যে যার মায়ের শাড়ি পরত। আর আমি সবাইকে বলতাম, এই দেখ মা আমায় নতুন শাড়ি-ব্লাউজ কিনে দিয়েছে। ওটা আমার কাছে বিশাল একটা ব্যাপার ছিল। ছোটদের যেহেতু পাত্তা দেওয়া হয় না। সকলেই যে যার মায়ের শাড়িই পরে। তবে আমাকে যেহেতু বাবা-মা এই পাত্তাটা দিত, আমাকে নিয়ে গিয়ে শাড়ি কিনে দিত, তাই খুব আনন্দ পেতাম। নিজেকে বেশ বড় বড় (বয়সে) মনে হত। ছোটবেলা থেকে এই বড় সাজতে বেশ পছন্দ করতাম। তাই এই বিষয়টা আমার কাছে খুব স্পেশাল ছিল।’
সরস্বতী পুজোয় স্কুলে যাওয়ার প্রসঙ্গে সৌমিতৃষা বলেন, ‘আমি বারাসতের মেয়ে, বারাসত গার্লস হাইস্কুলেই পড়তাম। তবে সরস্বতী পুজোর দিন মা আমার সঙ্গেই স্কুলে যেতেন, তাই প্রেমের কোনও সুযোগই ছিল না। তবে স্কুলে সরস্বতী পুজোর জন্য বিভিন্ন কাজের দায়িত্ব থাকত, এটা খুবই উপভোগ করতাম। স্কুলে খাওয়ানো হত, সেখানে খাবার পরিবেশন করতেও আনন্দ পেতাম। এখানেও একটা বড় বড় (বয়সে) অনুভূতি হত। এমন একটা ভাব হত, যেন সব দায়িত্ব আমার ঘাড়ে পড়ে গিয়েছে, কোন কাজটা করব, এমন একটা বিষয় ছিল। আর এই দায়িত্বটা মূলত একাদশ শ্রেণির ছাত্রীদেরই দেওয়া হত। তাই ওই বছরটা সরস্বতী পুজোয় খুব উপভোগ করেছি।'
আজ (বুধবার) সরস্বতী পুজোর পরিকল্পনার কথায় সৌমিতৃষা বলেন, বেঙ্গল টকিজে আছি, দেবদা, রাজদার সরস্বতী পুজোতেও যাব, এটাই আর কী…।'