বাংলা নিউজ > বায়োস্কোপ > Bagha Jatin Exclusive: ‘বাঘাযতীন’ দেবের সঙ্গী 'ক্ষুদিরাম' সামিউল! আত্মবিশ্বাসী টলিপাড়ার তরুণ অভিনেতা

Bagha Jatin Exclusive: ‘বাঘাযতীন’ দেবের সঙ্গী 'ক্ষুদিরাম' সামিউল! আত্মবিশ্বাসী টলিপাড়ার তরুণ অভিনেতা

দেবের ছবির ক্ষুদিরাম সামিউল 

Samiul Alam as Khudiram Bose: দেবের বাঘাযতীন-এ শহীদ ক্ষুদিরাম বসুর চরিত্রে অভিনয় করতে চলেছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা সামিউল আলম। হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে শেয়ার করলেন ক্ষুদিরাম হয়ে ওঠার অভিজ্ঞতা। 

এই মুহূর্তে টলিগঞ্জের প্রতিভাশালী তরুণ অভিনেতাদের অন্যতম সামিউল আলম। ‘সহজ পাঠের গপ্পো’র সুবাদে চর্চায় উঠে এসেছিলেন কিশোর সামিউল। এখন কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পা রেখেছেন। বেড়াচাঁপার এই ভূমিপুত্র প্রথম ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছিল শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসাবে। এবার দেশের সর্বকনিষ্ঠ শহীদের ভূমিকায় সামিউল আলম। দেবের ‘বাঘাযতীন’-এ উঠে আসবে কমপক্ষে ৯২টি ঐতিহাসিক চরিত্র, যার অন্যতম ক্ষুদিরাম বসু।

পুজোয় মুক্তি পাবে দেবের ‘বাঘাযতীন’, পরিচালনায় অরুণ রায়। ছবির কাস্টিং-এর দায়িত্ব সামলেছেন সৃজা ভট্টাচার্য। দেড় বছর ধরে বাংলার নানান প্রান্ত অভিনেতা-অভিনেত্রীদের খুঁজে বার করেছেন সৃজা। চরিত্রের সঙ্গে মিল খুঁজতে ছুটেছেন ওড়িষা, পঞ্জাব, হায়দরাবাদ থেকে মুম্বই। এদিন ক্ষুধিরামের লুক প্রকাশ্যে আনলেন দেব। পর্দার ক্ষুধিরামকে দেখে মুগ্ধ দর্শক।

শহীদ ক্ষুদিরাম বসু বাঙালির আইকন। পর্দায় তাঁকে জীবন্ত করে তুলতে কতটা ভয়ে রয়েছেন বছর উনিশের সামিউল? হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা জানালেন,'আমার কাছ যখন প্রথম এই অফারটা আসে, সেটা আমাকে শিহরিত করেছিল। উনি তো সবার অনুপ্রেরণা। ওঁনার মতো শহীদের চরিত্রে আমি অভিনয় করতে পারছি এটা ভেবেই আমি গর্বিত। আর আমাদের পরিচালক অরুণ রায় ক্ষুধিরাম সম্পর্কে সবটা আমাকে শিখিয়ে নিয়েছেন। আসলে ক্ষুধিরাম সম্পর্কে তো আমরা সকলেই জানি, তবে অভিনয় করতে গেলে সেটা তো একটু অন্যরকমভাবে ফুটিয়ে তুলতে হয়। যেমন পরিচালক বুঝিয়েছেন, আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি'। আত্মবিশ্বাস ঝরে পড়ল সামিউলের গলায়।

এর আগে জি বাংলার নেতাজি ধারাবাহিকে দর্শক সামিউলকে ক্ষুদিরাম হিসাবে দেখেছে দর্শক। সামিউলের কথায়, ‘বাঘাযতীন’-এর রূপটান শিল্পী সোমনাথদা (কুণ্ডু)-র কথা আমি বিশেষভাবে বলব, উনি আমাকে যে লুকটা দিয়েছে এক কথায় অসাধারণ। বইয়ের পাতায় যখন ক্ষুদিরামকে নিয়ে পড়ি তখনই আমরা অনুপ্রাণিত হই, মাত্র ১৮ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন উনি। সেই চরিত্র পর্দায় ফুটিয়ে তোলাটা আমার কাছে সম্মানের'।

প্রযোজক-অভিনেতা দেবের সঙ্গে প্রথম কাজ সামিউলের। জানালেন, ‘দেবদা খুব ভালো মনের মানুষ, সবার সঙ্গে বন্ধুর মতো মিশে যান, খুব ভালো লেগেছে ওঁনার সঙ্গে কাজ করে’।

অরবিন্দ ঘোষের আদর্শে অনুপ্রাণিত হয়েই বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন বাঘা যতীন, অন্যদিকে অরবিন্দ ও ভগিনী নিবেদিতার বক্তব্য শুনেই জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত হন কিশোর ক্ষুদিরাম, যোগ দেন অনুশীলন সমিতিতে। অরুণ রায়ের ছবিতে অরবিন্দ ঘোষের চরিত্রে রয়েছেন সজল মণ্ডল। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী থাকছেন অন্যতম প্রধান চরিত্র বিনোদবালার চরিত্রে। চিত্তপ্রিয় চৌধুরীর চরিত্রে দেখা মিলবে টেলি তারকা রোহন ভট্টাচার্যের। আর দেবের নায়িকার ভূমিকায় থাকছেন নবাগতা সৃজা দত্ত। দুর্গা পুজোয় মুক্তি পাবে ‘বাঘা যতীন’। 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘দেবাংশু, আমার প্রিয় আইসক্রিম’, তৃণমূল নেতাকে চরম ট্রোল করলেন CPIM-র শতরূপ! INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এ রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি কাশ্মীরে কী যে ভয় লাগছিল!মন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়েই দিলেন কংগ্রেস নেতা নাইট তারকার হাতে বাগডোর, বুধবার ইংল্যান্ডের হয়ে T20 অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের ‘‌টালা থানায় তিনজন এফআইআর‌ দেখতে এসেছিল’‌, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বন্ধুরদাবি দুধ চা খান? একটু বেশি খেয়ে ফেললেই কী মারাত্মক ক্ষতি হতে পারে, ভাবতে পারবেন না আরজি কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে ভিয়েতনামে ভয়াবহ ঘূর্ণিঝড়, মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬৩, নিখোঁজ ৪০, বিরাট ক্ষতি নবান্নে মমতার সঙ্গে বৈঠক ঋতাভরীর! ‘মিষ্টি মোড়কের যৌনপল্লী’ টলিউড নিয়ে অভিযোগ? কারচুপি করতে কি ১৪ বছর লাগে? মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিরস্কার কলকাতা হাইকোর্টের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.