HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > Rashid khan: 'ভাইটা আমার চলে গেল…', একদিন রাশিদকে ভাইফোঁটা দিতে শুরু করেছিলেন, স্মৃতিতে ভাসলেন হৈমন্তী শুক্লা

Rashid khan: 'ভাইটা আমার চলে গেল…', একদিন রাশিদকে ভাইফোঁটা দিতে শুরু করেছিলেন, স্মৃতিতে ভাসলেন হৈমন্তী শুক্লা

আবেগতাড়িত সঙ্গীতশিল্পীর হৈমন্তী শুক্লার কথায়, ‘রাশিদ তো ছোট থেকেই কলকাতাতে থাকত। ও কত বড় শিল্পী, সেসব তো পরের কথা। মানুষ হিসাবে ও যে কী ভালো, বলে বোঝাতে পারব না। বাচ্চাদের মতো স্বভাব ছিল। শিশুদের মতো সরল মন ওঁর।’

হৈমন্তী শুক্লা-রাশিদ খান

সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। তবে অনেকেই হয়ত জানেন না প্রয়াত কিংবদন্তি রাশিদ খানের 'দিদি' ছিলেন তিনি। হ্যাঁ, ঠিকই শুনছেন। রক্তের সম্পর্কের ভাই-বোন নন। তবে ভাই রাশিদকে নিয়মিত ভাইফোঁটা দিতেন হৈমন্তী শুক্লা। অনেকেই হয়ত সেকথা জানেন না। দিদিকে আদর করে ‘বুড়ি’ বলে ডাকতেন ভাই রাশিদ খান। ভাইয়ের আচমকা মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত তাঁর দিদি হৈমন্তী শুক্লা। Hindustan Times Bangla-র সঙ্গে ফোনে কথা বলার সময় সঙ্গীত শিল্পীর গলায় ধরা পড়ল সেই আক্ষেপ। 

প্রথম কীভাবে, কবে রাশিদ খানকে ভাইফোঁটা দিয়েছিলেন?

হৈমন্তী শুক্লা বলেন, ‘ঘটনাচক্রে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম, রাশিদকে আমি ভাইফোঁটা দিচ্ছি। তবে বিষয়টা বাড়িতে বলতেও লজ্জা পাচ্ছিলাম। কারণ আমার ৪ জন ভাই আছে। তবে ভাইরা শুনে বলল, বলো না ওঁকে। তোমার সঙ্গে তো ওঁর (রাশিদ খান) ভাল সম্পর্ক। তোমার ইচ্ছে যখন হয়েছে। আমি রাশিদকে বলতেই, ও তো হেসে উড়িয়ে দিল। বলল, এই বুড়ি তুমি চুপ করো। এর ঠিক পরের বছর সেই সুযোগ এল। বিশেষ একটা উপলক্ষ্যে এক সংবাদ সংস্থার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আমি যেতে পারিনি, ভাইফোঁটার দিন রাশিদই আমার বাড়ি এসেছিল। সেবছর থেকেই রাশিদকে ভাইফোঁটা দেওয়া শুরু হয়েছিল।’

আবেগতাড়িত হৈমন্তী শুক্লা বলেন, ‘বলতে খারাপ লাগছে, কাকতালীয়ভাবে কিছুদিন আগে রাশিদকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। ঘুম ভেঙে মনে হয়েছিল একী দেখছি! তার কয়েকদিন পর ও চলে গেল। আমি এখনও মানতে পারছি না। কিছুতেই বিশ্বাস হচ্ছে না। (ধরা গলায় বললেন)ওর সঙ্গে আর দেখা হল না।’

আবেগতাড়িত সঙ্গীতশিল্পীর কথায়, ‘রাশিদ তো ছোট থেকেই কলকাতাতে থাকত। ও কত বড় শিল্পী, সেসব তো পরের কথা। মানুষ হিসাবে ও যে কী ভালো, বলে বোঝাতে পারব না। বাচ্চাদের মতো স্বভাব ছিল। শিশুদের মতো সরল মন ওঁর।’  

স্মৃতির পাতা থেকে হৈমন্ত শুক্লা বলেন, ‘একবার আগরতলাতে অনুষ্ঠান করতে গিয়েছি, অনুষ্ঠান শেষে তখন অনেক রাত হয়ে গিয়েছে। সব দোকান একপ্রকার বন্ধ। তারই মধ্যে দু'একটা খোলা। একটা শার্ট-প্যান্টের দোকান খোলা পেয়ে আমাকে নিয়ে গেল। আমি বলেছিলাম, ওই দোকানে গিয়ে কী করব? রাশিদ বলল, আরে চলোই না। তারপর দোকানে গিয়ে ৪টে প্যান্ট কিনল। আমি তো ওকে বকা দিচ্ছি। ও কিনে বলল, তুমি এগুলো বাড়িতে নিয়ে যাও। আমি বললাম, আমি কি প্যান্ট পরি? রাশিদ বলল, তোমার ভাইদের দিও। ও লোকজনকে উপহার দিতে ভালোবাসত। ও চলে যাওয়ার পর আমার ভাইরাও বলছিল, এই তো রাশিদ ভাইয়ের দেওয়া প্য়ান্ট।’

রাশিদের সঙ্গে প্রথম দেখার কথা মনে করে হৈমন্তী শুক্লা বলেন, আমি তেজেন (তেজেন্দ্র মজুমদার, বিক্রমদের (বিক্রম ঘোষ) মুখে রাশিদের কথা খুব শুনতাম। তখন ওদের বলতাম, আমাকেও একদিন রাশিদের সঙ্গে আলাপ করিয়ে দে না। তখনও রাশিদের সঙ্গে আমার দেখা হয়ে ওঠেনি। তবে ঐকান্তিক ইচ্ছে থাকলে হয়ত সেটাই ঘটে। একদিন 'হুইল চেয়ার' (১৯৯৪) ছবির জন্য তপন সিনহার ফোন এল। উনি বললেন হৈমন্তী তোমায় একটা গান গেয়ে দিতে হবে। তুমি আর রাশিদ গাইবে। আমার তখন আনন্দ আর ধরে না। তারপর স্টুডিওতে রেকর্ডিংয়ে গিয়ে আলাপ। আমি ওকে দেখে জড়িয়ে ধরে বললাম, ভাইরে তোর সঙ্গে আলাপের বড় ইচ্ছে ছিল আমার। সে এক সুন্দর মুহূর্ত…। ও তো তখন রাশিদ খান, তবে কোনও অহঙ্কার ছিল না। দিদি দিদি বলে আপন করে নিয়েছিল আমায়।

এইরকম ওর সঙ্গে অনেক স্মৃতি রয়ে গিয়েছে। কত স্মৃতি… ভাই রাশিদের কথা বলতে বলতে গলা ধরে এল তাঁর 'বুড়ি' দিদি হৈমন্তী শুক্লার।

 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল শনিতে ভারী বর্ষণ কোন কোন জেলায়? তাপপ্রবাহ নিয়ে কোন পূর্বাভাস!রইল আবহাওয়ার খবর চেন্নাইয়ের হারে পোয়া বারো SRH-এর, প্লে-অফের লড়াইয়ে ভেসে রইল গুজরাট টাইটানস সুপ্রিম কোর্টে ধাক্কা মানিক ভট্টাচার্যের, মিলল না জামিন, মামলা ফিরল হাইকোর্টে গাড়ি-বাড়ি কিচ্ছু নেই, অভিষেকের সম্পত্তি কত? সোনা কত আছে? কত টাকা ব্যাঙ্কে? NCP কি সত্যিই কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? জল্পনা নিয়ে নিজের অবস্থান জানালেন শরদ ‘বিজেপি জিতলে মিথ্যে মামলা দেওয়া পুলিশদের ক্লোজ করা হবে’- হুঁশিয়ারি শুভেন্দুর গিল-সুদর্শনের জোড়া শতরান, ডু-অর-ডাই ম্যাচে চেন্নাইকে ওড়াল গুজরাট টাইটানস মাদার্স ডে-তে দিদির মঞ্চ সরগরম অভিনেতাদের দুষ্টুমিতে! রাজা বললেন, ‘সবথেকে বড়…’ ২২ বছরের কেরিয়ারে দাঁড়ি টানছেন অ্যান্ডারসন, থামছেন ৭০০ টেস্ট উইকেটের মালিক!

Latest IPL News

গিল-সুদর্শনের জোড়া শতরান, ডু-অর-ডাই ম্যাচে চেন্নাইকে ওড়াল গুজরাট টাইটানস T20 World Cup খেলতে কবে দেশ ছাড়বেন কোহলিরা, জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ টানা দশ বছর ধরে IPL-এ ব্যর্থ, হতাশাজনক পারফরমেন্সে রেকর্ড পঞ্জাব কিংসের GT-র বিরুদ্ধে মাঠে নামার আগে IPL 2023 Final-এর স্মৃতি ফেরালেন রবীন্দ্র জাদেজা আমি জানি আমায় আরও রিস্ক নিতে হবে- স্পিনারদের বিরুদ্ধে কোহলির নতুন কৌশলটা কী? সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা বেশি চাপ দিলে ধোনি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে… হঠাৎ কেন একথা বললেন ফ্লেমিং? পরের IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI, ইঙ্গিত জয় শাহর IPL 2024-বাবা বারণ করেছেন! তাই উইকেট নিয়ে উচ্ছাস দেখান না, রহস্য ফাঁস নারিনের IPL 2024- ‘বিরাট মাঠে নামলেই সবাইকে দেখিয়ে দেবে,ও ঠিক কি’! হঠাৎ কেন বললেন শামি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ