ফারদিন খান এবং নাতাশা মাধবনীর নাকি বিচ্ছেদ হয়ে যাচ্ছে! সম্প্রতি এমনই গুজব রটে গিয়েছিল। কিন্তু সেসবকে হাওয়ায় উড়িয়ে তাঁদেরকে একত্রে দেখা গেল। সন্তানদের নিয়ে মুম্বইয়ের একটি দোকানে দেখা গেল ফারদিন এবং তবে বেটার হাফকে।
ফারদিন খানের পরিবারের এই ভিডিয়ো একজন পাপারাৎজ্জো তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি দোকান থেকে ফারদিন খান এবং তাঁর স্ত্রী বেরিয়ে আসছেন, সঙ্গে তাঁদের দুই সন্তান। দুজনেই ক্যাজুয়াল পোশাকে ছিলেন।
এরপর অভিনেতাকে ফটোগ্রাফারের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি তারপর এক ব্যক্তির সঙ্গে হাত মেলান। এরপর স্ত্রী এবং সন্তানদের নিয়ে গাড়িতে ওঠেন অভিনেতা। যদিও তার আগে তিনি স্ত্রীর হাত থেকে জিনিসপত্র নিয়ে গাড়িতে রাখতে সাহায্যে করেন।
তাঁদের একসঙ্গে দেখে নেটিজেনরা ভীষণই খুশি। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন 'কী মিষ্টি। আশা করি ওঁরা ওঁদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন।' আরেক ব্যক্তি লেখেন, 'অবশেষে...'
ফারদিন-নাতাশার বিচ্ছেদের গুজব
এর আগে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে ফারদিন এবং নাতাশা নাকি আলাদা হয়ে গিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্টে জানানো হয়েছিল ওঁরা দুজন নাকি গত এক বছর ধরে আলাদা থাকছেন। সেই রিপোর্টে লেখা হয়েছিল, 'গত এক বছর ধরে ওঁরা আলাদা থাকছেন। ওঁদের মধ্যে নানা সমস্যা দেখা দিচ্ছিল, সেগুলো মিটছিল না বলে নিজেদের ভালোর জন্য, ভালো থাকার জন্য ওঁরা আলাদা হয়ে যান।'
ফারদিন মুম্বইয়ে তাঁর মায়ের কাছে থাকছিলেন বলে শোনা গিয়েছিল। অন্যদিকে নাতাশা লন্ডনে থাকছিলেন বলেই খবরে জানানো হয়। বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ কন্যা নাতাশার সঙ্গে ফারদিন খানের ২০০৫ সালে বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান আছে দিয়ানি ইসাবেলা খান এবং আজারিয়াস ফারদিন খান।