অঙ্কুশ হাজরা বর্তমানে তাঁর নতুন ছবি মির্জা বিয়ে ভীষণই ব্যস্ত। এই ছবিতে যে তিনি কেবল অভিনয় করবেন সেটাই নয়, এটার প্রযোজনার দায়িত্বও তাঁর। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মির্জার পোস্টার এবং তাতে থাকা দুই প্রধান চরিত্র অর্থাৎ অঙ্কুশ এবং ঐন্দ্রিলার লুক। এবার জানা গেল আরও এক চমকপ্রদ তথ্য। এই গ্যাংস্টার থ্রিলার ছবিতে থাকছেন পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ও। তাঁকে এখানে খলনায়কের চরিত্রে দেখবেন দর্শকরা।
অঙ্কুশের মির্জায় কৌশিক
ইতিমধ্যেই মির্জা ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। কলকাতায় চলছে ছবির শুটিং। এখানেই নায়ক অঙ্কুশের বিপরীতে খলনায়কের ভূমিকায় থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এটাই তাঁদের প্রথম কাজ নয়, তাঁরা এর আগে শিকারপুরে একসঙ্গে কাজ করেছিলেন।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই চরিত্রের বিষয়ে অঙ্কুশ এই সময়কে জানিয়েছেন, 'বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। কিন্তু এই ছবিতে তাঁকে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে, এর আগে তিনি এই ধরনের চরিত্রে কাজ করেননি। এই ছবিতে এই চরিত্রের জন্য ওঁর মতোই কাউকে প্রয়োজন ছিল যাঁর নিজস্ব একটা অরা থাকবে।'
আরও পড়ুন: 'ডাঙ্কি যখন টাকা খরচ করে দেখব তখন...', প্রধান কাবুলিওয়ালা মুক্তির আগেই বিস্ফোরক অঙ্কুশ, লিখলেন কী?
অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে তাঁর প্রসঙ্গে জানিয়েছেন, 'আমি এর আগে কখনও এই ধরনের চরিত্র করিনি। পরিচালক যা যেমন চাইছে সেভাবে করছি, বাকিটা ইদের সময় ছবি মুক্তি পেলে বোঝা যাবে।'
মির্জা প্রসঙ্গে
মির্জা ছবিটি একটি গ্যাংস্টার ক্রাইম থ্রিলার। এই ছবিতে একজন মাছ বিক্রেতার চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলা সেনকে। তাঁর চরিত্রের নাম মুসকান। এটি একটি আদ্যোপান্ত বাণিজ্যিক ছবি যেটার পরিচালনা করছেন সুমিত-সাহিল। এখানে অঙ্কুশ হাজরা, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন ছাড়াও থাকবেন ঋষি কৌশিক, শোয়েব কবীর, প্রমুখ।