বাংলা নিউজ > বায়োস্কোপ > Lior Raz-Hamas Attack: ভিডিয়ো- সহনাগরিকের সাহায্য করতে এসে বিপাকে ফাউদার ডোরোন, কোনওক্রমে প্রাণ বাঁচালেন লিওর রাজ

Lior Raz-Hamas Attack: ভিডিয়ো- সহনাগরিকের সাহায্য করতে এসে বিপাকে ফাউদার ডোরোন, কোনওক্রমে প্রাণ বাঁচালেন লিওর রাজ

সহনাগরিকের সাহায্য করতে এসে বিপাকে ফাউদার ডোরোন

Lior Raz-Hamas Attack: ইজরায়েলের দেরট শহর থেকে সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করলেন ফাউদা সিরিজ খ্যাত তারকা লিওর রাজ। দেখলেন হামাস হামলার সময় তাঁদের অবস্থা কী ছিল।

প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস সম্প্রতি ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালিয়েছে। তাঁদের রকেট হামলার জেরে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ইজরায়েলের সেনাদের পাশাপাশি এই সময় সেই দেশের হয়ে লড়াই করছে আরও এক সংগঠন ব্রাদার্স ইন আর্মস। এখানে যোগ দিয়েছেন বিখ্যাত ইজরায়েলি অভিনেতা লিওর রাজ। দেশের এই বিপদের সময় দূরে থাকত পারেননি তিনি। এমনকি তাঁরা তাঁদের এই কাজের সময় হামাসের রকেট হানার কবলেও পড়েছেন। অতি কাজ থেকে সবটা চাক্ষুষ করেছেন। সম্প্রতি তিনি সেই ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত লিওর ইজরায়েলি সিরিজ ফাউদার জন্য বিখ্যাত।

রকেট হামলার কবলে ফাউদা খ্যাত লিওর

অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম পেজে একটু ভিডিয়ো‌ পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে রয়েছেন ইজরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ইয়োহান প্লেসনার এবং সাংবাদিক অভি ইসাসচারভ। তাঁরা এই রকেট হামলার সময় ইজরায়েলি শহর দেরটে ছিলেন। একটি দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকতে দেখা যায় এই ভিডিয়োতে।

তিনি তাঁর এই পোস্ট শেয়ার করে লেখেন, 'ইয়োহান প্লেসনার এবং সাংবাদিক অভি ইসাসচারভের সঙ্গে আমি দক্ষিণের শহরে এসেছিলাম ব্রাদার্স ইন আর্মসে যোগ দিতে। এই সংগঠন স্বতঃস্ফূর্ত ভাবে দক্ষিণ ইজরায়েলের বাসিন্দাদের বাঁচানোর চেষ্টা করছে। দেরটে যেখানে বোমা ফেলা হচ্ছিল সেখানে আমাদের পাঠানো হয় দুটো পরিবারকে উদ্ধার করার জন্য।'

আরও পড়ুন: 'ইতিহাস তৈরি করতে এসছি, করবও', নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে সাফ বার্তা দেবের

আরও পড়ুন: প্যালেস্তাইনকে সমর্থন করার জের, কাজ হারালেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খালিফা!

এর আগেও লিওর এই সংঘাত নিয়ে সরব হয়েছিলেন। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ' আমাদের ঘোরতর শত্রু আমাদের দেশ আক্রমণ করেছে। ওরা আমাদের সন্তান, মহিলা এবং পুরুষদের নির্বিচারে মেরে ফেলেছে। এটা জয় নয়। এটা অন্ধকার আলোর বিরুদ্ধে লড়াই করে জিততে চাইছে।'

ইজরায়েল প্যালেস্তাইন সংঘাতে এখনও পর্যন্ত ৯০০-১২০০ মানুষ নিহত হয়েছেন দুই দেশের। গত শনিবার প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস হামলা চালায় ইজরায়েলের উপর।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল স্বস্তির খবর! ভয়ের কিছু নেই,শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত! জানালেন স্মৃতি… চার্জশিট-সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল!'ডাক্তারবাবু'কে কটাক্ষ TMCP নেত্রীর কালই নিম্নচাপ তৈরি, বাড়বে শক্তি, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে কয়েকদিন? সুদীপার বাড়িতে দুর্গাপুজো ঘিরে মহা-আয়োজন, জুটল'মিথ্যেবাদী' তকমা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.