ইজরায়েল প্যালেস্তাইন সংঘাতে প্যালেস্তাইনকে সমর্থন করায় বিজনেস ডিল হাতছাড়া হল প্রাক্তন পর্ন তারকা মিয়া খালিফার। রেডিয়োর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে মিয়ার একটি চুক্তি হওয়ার কথা ছিল কোনও ব্যবসা নিয়ে। কিন্তু প্রাক্তন পর্ন স্টার যেহেতু লাগাতার প্যালেস্তাইনের সমর্থনে টুইট করে চলেছেন সেহেতু তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে, এই বিজনেস ডিল বাতিল করেছেন টড।
বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে আছে মধ্য প্রাচ্যের এই দুই দেশ। ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে ফের সংঘাত বাঁধায় নতুন করে রক্তপাত শুরু হয়েছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। প্যালেস্তাইনীয় সন্ত্রাসবাদী সংস্থা লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েলের উপর। পাল্টা জবাব দিচ্ছে সেই দেশও। এই ঘটনা নিয়ে বারবার টুইট করছেন মিয়া খালিফা। এবং তাঁর টুইট থেকে এটুকু একেবারেই স্পষ্ট যে তিনি প্যালেস্তাইনকে সমর্থন করছেন।
কী কী লিখেছেন মিয়া?
এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে মিয়া একটি টুইট করে লেখেন, 'প্যালেস্তাইনের অবস্থা দেখেও যদি আপনি প্যালেস্তাইনকে সমর্থন না করেন তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন। আর ইতিহাস এটা ঠিক প্রমাণ করে দেবে।' তিনি আরও একটি টুইট করে লেখেন, 'কেউ প্লিজ প্যালেস্তাইনের বিপ্লবীদের বলুন তাঁদের ফোন ঘুরিয়ে হরাইজন্টাল ভাবে ভিডিয়ো রেকর্ড করতে।'
টড কী জানিয়েছেন?
এই ঘটনার পরই কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরো তাঁর উপর ক্ষুব্ধ হন এবং তাঁকে কাজ থেকে বরখাস্ত করে, বিজনেস ডিল ক্যানসেল করেন। তিনি এদিন টুইট করে লেখেন, 'কী ভয়ঙ্কর একটা টুইট মিয়া খালিফা। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হল। জাস্ট অসহ্য একেবারে। দয়া করে একটু মানুষ হও। তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি বানানো এগুলোকে সমর্থন করছ! কোনও ভাষা নেই। এই কঠিন সময় মানুষ হিসেবে আমদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও।'
যদিও এই টুইটের পর এখনও মিয়া খালিফা উত্তর দিয়েছেন। বলেছেন তাঁর কাছে ভিডিয়ো আছে, কেউ যেন চাপ না নেয়। ইতিহাস প্রমাণ করবে যে কীভাবে ওঁরা বর্ণবাদের হাত থেকে নিজেদের উদ্ধার করেছিল।
একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেউ ইজরায়েলকে সমর্থন করেছেন, কেউ আবার প্যালেস্তাইনকে। রিহানা সহ অনেকেই কোনও পক্ষ না নিয়ে দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন।