বাংলা নিউজ > বায়োস্কোপ > Fawad Khan: ‘মিস মার্ভেল’-এ ফাওয়াদ খান! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

Fawad Khan: ‘মিস মার্ভেল’-এ ফাওয়াদ খান! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

‘মিস মার্ভেল’-এ অভিনয় করবেন ফাওয়াদ।

'মিস মার্ভেল'-এ ফাওয়াদ অভিনীত চরিত্রের নানা দিক ফুটে। আন্তর্জাতিক এই সিরিজে তাঁকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। অভিনেতাকে শুভেছা জানিয়েছেন তাঁরা।

গুঞ্জনই সত্যি হল শেষমেশ। হলিউড পাড়ি ফাওয়াদ খানের। 'মিস মার্ভেল'-এর পঞ্চম পর্বে দেখা মিলল পাকিস্তানি অভিনেতার। মারভেল স্টুডিওর অধীনে তৈরি এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সিরিজে কমলা খান ওরফে 'মিস মার্ভেল'-এর ভূমিকায় অভিনয় করছেন ইমান ভেলানি। ফাওয়াদকে দেখা যাবে কমলার প্রপিতামহ হাসানের চরিত্রে। ব্রিটিশদের রাজত্বকালে এক স্বাধীনতাসংগ্রামীর চরিত্রে অভিনয় করবেন তিনি। তাঁর বিপরীতে থাকবেন অভিনেত্রী মেহউইশ হায়াত।

'মিস মার্ভেল'-এ ফাওয়াদ অভিনীত চরিত্রের নানা দিক ফুটে। আন্তর্জাতিক এই সিরিজে তাঁকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। অভিনেতাকে শুভেছা জানিয়েছেন তাঁরা।

কমলা অর্থাৎ মিস মারভেল এক বয়ঃসন্ধির কিশোরী। স্কুলে পড়াকালীন নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। সে ক্যাপ্টেন মার্ভেলের ভক্ত। কমলাকে কেন্দ্র করেই বোনা হয়েছে সিরিজের গল্প। Marvel Cinematic Universe-এর ব্যাপ্তী বাড়ছে। নতুন নতুন চরিত্র, নতুন নতুন সংস্কৃতি নিজেদের কাহিনির মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই সিরিজের একটি পর্বে দেখা গিয়েছে ফারহান আখতারকেও। এই সিরিজে কাজের সুযোগ পেয়ে খুশি অভিনেতা।

বন্ধ করুন