বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ব্লেড দিয়ে হাত কেটে দিয়েছিল', কেবিসি-র প্রথম কোটিপতির অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

'ব্লেড দিয়ে হাত কেটে দিয়েছিল', কেবিসি-র প্রথম কোটিপতির অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

স্ত্রীয়ের সঙ্গে হর্ষবর্ধন নাওয়াঠে। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

কেবিসি-র প্রথম সিজনে এক কোটি টাকা ঝুলিতে পুরে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন হর্ষবর্ধন নাওয়াঠে। সেইসময় ফ্যানদের সঙ্গে সব অভিজ্ঞতাই যে তাঁর ভালো ছিল এমনটা নয়।

২০০০ সালে ছোটপর্দায় শুরু হয়েছিল প্রথম রিয়েলিটি কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'।বাকিটুকু ইতিহাস। প্রথম সিজনে এক কোটি টাকা ঝুলিতে ভরতে পেরেছিলেন মাত্র একজন ব্যক্তি। হর্ষবর্ধন নাওয়াঠে। রাতারাতি তারকার পর্যায়ে পৌঁছে গেছিলেন সেই যুবক। আসমুদ্রহিমাচল ভারতবাসীর কাছে সব কৌতূহল জমা হয়েছিল তাঁকে ঘিরেই।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে হর্ষবর্ধন জানিয়েছেন কেবিসি শো থেকে প্রথম এক কোটি টাকা জেতার পরমুহূর্তে থেকেই কীভাবে সংবাদপত্রের 'পেজ থ্রি'-তে জায়গা করে নিয়েছিলেন তিনি। প্রায় প্রতিদিনই সংবাদপত্র কিংবা ট্যাবলয়েডের ওই অংশে তাঁর সম্পর্কিত খবর ও ছবি ধরাবাঁধা থাকত। পাশাপাশি সেই সময় সেলফি বলে কোনও বস্তুর আবিষ্কার হয়নি। ফলে সেই সময় হাজার হাজার অটোগ্রাফও বিলিয়েছেন তিনি। কিন্তু সবসময় যে ফ্যানদের সঙ্গে দারুণ অভিজ্ঞতার শরিক হয়েছেন তিনি, এমন ভাবাটাও ভুল হবে। কেন ভুল? নিজেই জানিয়েছেন সে কথা।

কেবিসি শো সঞ্চালনায় ব্যস্ত অমিতাভ বচ্চন। (ছবি সৌজন্যে - ফেসবুক)
কেবিসি শো সঞ্চালনায় ব্যস্ত অমিতাভ বচ্চন। (ছবি সৌজন্যে - ফেসবুক)

একবার এক অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি। শো শেষে যখন মঞ্চ থেকে নামবেন সেই সময় তাঁকে ছেঁকে ধরে অনুরাগীর দোল। সবাই একটিবার ছুঁতে চায় তাঁকে। হাত মেলাতেও। তিনিও হাসিমুখে হাত মিলিয়ে যাচ্ছিলেন অবিরামভাবে। ক্রমশ বাড়তে থাকে ভিড়ের চাপ। এমন সময় হঠাৎ তিনি খেয়াল করেন তাঁর হাতের তালু ভিজে গেছে। বেশ চপচপ করছে ভিজে। অস্বস্তি হওয়াতে হাত সরিয়ে এনে দেখেন রক্তে ভর্তি তাঁর হাত। বুঝতে পারেন ভিড়ের মধ্যে থেকে হাত মেলানোর আছিলায় কেউ ধারালো ব্লেড দিয়ে তাঁর হাত চিরে দিয়েছে! জনতার কোলাহল, উন্মাদনায় সেইমুহূর্তে বুঝতে পারেননি তিনি। তবে এরকম ছুটকো ছাতক দু'একটি ঘটনা ছাড়া বাকি সব অভিজ্ঞতাই তাঁর কাছে বেশ আনন্দের বলেই জানিয়েছিলেন কেবিসি-র প্রথম সিজনের এই নায়ক।

বিশেষ করে এই ঘটনার পর তাঁর সঙ্গে যখন শিবসেনা দলের প্রতিষ্ঠাতা ও দোর্দণ্ডপ্রতাপ নেতা বালাসাহেব ঠাকরের দেখা হয়, হর্ষবর্ধনকে তিনি এক উপায় বাতলেছিলেন। হাত কাটার ঘটনার খুঁটিনাটি জানতে পেরে বালাসাহেবের পরামর্শ ছিল, 'এবার থেকে আর হাত মেলাবে না। বুকের সামনে দু'হাত জড়ো করে নমস্কার করবে!'। অক্ষরে অক্ষরে সেকথা পালন করেছিলেন হর্ষরবর্ধন।

বায়োস্কোপ খবর

Latest News

দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI 'বউয়ের 'স্ত্রীধন' নিয়ন্ত্রণে রাখতে পারেন না স্বামী', রাস্তা দেখাল সুপ্রিম কোর্ট বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ MI-এর পঞ্চম ব্যাটার হিসেবে IPL-এ ছক্কার সেঞ্চুরি সূর্যর, বাকিরা কারা? খুঁটিয়ে দেখা হল এক একটা জিনিস, কেমন ছিল কলকাতার নয়া রুটে মেট্রোর ট্রায়াল রান? বৈশাখের জ্বালাপোড়া গরমে আবির-মিমির আলাপ যেন মিষ্টি প্রেমের দমকা বাতাস,কেমন হল? ঢাকা প্রিমিয়র লিগে ‘মহিলা আম্পায়ার’, মাঠে নামতে চাইলেন না বাংলাদেশের ক্রিকেটাররা কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৮ এপ্রিলের রাশিফল

Latest IPL News

MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.