বাংলা নিউজ > বায়োস্কোপ > ৩২ লাখের চেক বাউন্স! অমিশা পটেলের বিরুদ্ধে সমন জারি করল আদালত

চেক বাউন্সের কেসে অমিশা পটেলের বিরুদ্ধে সমন জারি হল ভোপালের আদালতে। সোমবার ‘কহো না প্যায়ার হ্যায়’ অভিনেত্রীর বিরুদ্ধে জামিন যোগ্য সমন পাঠানো হল। ৩২.৫ লাখ টাকার একটি চেক বাউন্স হওয়ায় ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার তরফে এই মামলরা করা হয়েছিল। মামলার পরবর্তী শুনানির দিন অর্থাৎ ৪ ডিসেম্বর অমিশাকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। আর তা না হলে, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জার

ইউটিএফ টেলিফিল্মসের আইনিজীবী রবি পন্থ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি ছবি তৈরির জন্য ৩২.৫ লাখ টাকা ধার করেন অমিশা পটেল। তারপর দুটি চেক দেন তিনি কোম্পানিকে। আর ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ওই দুটি চেকই জাল!

খুব জলদি বড় পরদায় কামব্যাক করবেন অমিশা। তাঁর কেরিয়ারের অন্যতম হিট ছবি ‘গদর: এক প্রেম কথা’র সিকোয়েলের শ্যুট শুরুর কথা আছে ডিসেম্বর থেকে। যেখানে তাঁর সাথে দেখা যাবে সানি দেওল ও উৎকর্ষ শর্মাকে। পাশপাশি ‘দ্য মিস্ট্রি অফ ট্যাটু’ ছবিতেও দেখা যাওয়ার কথা রয়েছে অমিশাকে, সাথে থাকছেন অর্জুন রামপাল ও ডেইজি শাহ।

প্রসঙ্গত, 'কহো না প্যায়ার হ্যায়' দিয়ে বলিউড কেরিয়ার শুরু করেন অমিশ। তরপর 'গদর', 'রেস ২', 'হাম রাজ'র মতো হিট ছবিতে কাজ করেছেন। তবে, একসময় হঠাৎই নিজেকে সরিয়ে নেন বলিউড থেকে।


বন্ধ করুন
Live Score