খুব জলদি বলিউডে আসতে চলেছে রাজনীতিবীদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ কুমার ত্রিপাঠি। অভিনেতা নিজেই সেই খবর ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, ‘Bharat zameen ka tukda nahi, jeeta jaagta rashtrpurush hai!-- এই পংক্তি লিখেছেন যেই মহান নেতা সেই অটল বিহারী বাজপেয়ীজির ভূমিকা বড় পরদায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি আমি। এটাকে আমার সৌভাগ্য মনে করি। জলদি আসছে #ATAL।’
ছবির নাম হতে চলেছে ‘ম্যায় রহু ইয়া না রহু ইয়ে দেশ রহেনা চাহিয়ে- অটল’। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সন্দীপ সিং আর বিনোদ ভানুশালি। পেঙ্গুইন পাবলিকেশনের বই ‘দ্য আনটোলড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স’-এর উপরই তৈরি হচ্ছে এই সিনেমা। ২০২৩ সালে শুরু হবে শ্যুট, আর সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালের বড়দিনেই চলে আসবে বক্স অফিসে। অর্থাৎ জনগন অটলের জীবন পর্দায় দেখতে পারবেন তাঁর ৯৯তম জন্মবার্ষিকীতে।
প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল অবধি তিনি বসেছিলেন প্রধানমন্ত্রীর আসনে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রথম নেতা যিনি দেশের প্রধানের কুর্সি সামলান। ৯৩ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর মারা যান অটল এইমস হাসপাতালে।
কাজের সূত্রে, পঙ্কজকে এরপর দেখা যাবে ‘ওএমজি- ওহ মাই গড ২’ ছবিতে অক্ষয় কুমার, ইয়ামি গৌতম, অরুণ গোভিলের সঙ্গে। ২০১২ সালের হিট সিনেমা ‘ওহ মাই গড’-এর সিকোয়েল এটি, যাতে অক্ষয়ের সঙ্গে ছিলেন পরেশ রাওয়ালও। ইতিমধ্যেই মির্জাপুর, মিমি, স্ত্রী, স্যাকরেড গেমস, ফুকরে, ৮৩-র মতো সিনেমা দিয়ে নিজেকে বড়মানের অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। যেভাবে পঙ্কজকে যে কোনও চরিত্রকে আপন করে সেই ছাঁচে নিজেকে ঢেলে দেন, তাতে এখন থেকেই বিশ্বাস রাখা যায় অটলও দুর্দান্ত লাগবে দর্শকদের।