এসএস রাজামৌলির ‘RRR’ নিয়ে শুরু থেকেই চর্চা। দেশের বক্স অফিসে অচিরেই ১০০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি। দক্ষিণী সুপারস্টার রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি এক কথায় ভিস্যুয়াল ট্রিট। RRR থেকে রামচরণ এবং জুনিয়ার এনটিআর-এর লুক গণেশচতুর্থীর আগে গণপতি মূর্তিগুলিকে অনুপ্রাণিত করে!
1/5হিন্দু ধর্মের প্রচলিত রীতি অনুযায়ী, সব পুজোর আগে গণেশ পুজো করতে হয়। গণেশের আরাধনার পরই একে একে আসেন বিশ্বকর্মা, মা দুর্গা, লক্ষ্মী, কালী থেকে মা সরস্বতী। দেশজুড়ে গণেশ বন্দনায় মেতে উঠেছেন ভক্তরা। মুম্বইয়ে ধুমধাম হয়েছে গণেশ পুজোর আয়োজন। ‘আরআরআর’ সিনেমা থেকে রামচরণ এবং জুনিয়ার এনটিআর-এর এই লুকগুলি গণপতি মূর্তিগুলির সঙ্গে মিল পাওয়া যায়।
2/5রামচরণের এই লুক গণেশ চতুর্থীর আগে গণপতি মূর্তিগুলিকে অনুপ্রাণিত করে।
3/5রামচরণের এই লুক গণেশ চতুর্থীর আগে গণপতি মূর্তিগুলিকে অনুপ্রাণিত করে।
4/5জুনিয়ার এনটিআর-এর এই লুক গণেশ চতুর্থীর আগে গণপতি মূর্তিগুলিকে অনুপ্রাণিত করে।
5/5জুনিয়ার এনটিআর-এর এই লুক গণেশ চতুর্থীর আগে গণপতি মূর্তিগুলিকে অনুপ্রাণিত করে।