গহনা বশিষ্ঠকে মনে পড়ে? ২০২১-এ রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে নাম জড়িয়েছিল গহনার। তাঁকে পুলিশ গ্রেফতারও করেছিল, পরে জামিনে ছাড়া পান। এবার বিয়ে করলেন সেই গহনা বশিষ্ঠ। থুড়ি, বিয়ে নয় নিকাহ করেছেন তিনি।
দীর্ঘদিনের প্রেমিক ফয়জান আনসারিকে নিকাহ করেছেন তিনি। নিকাহ-র আগে ইসলামে ধর্মান্তরিত হন গহনা। যদিও নিকাহ অনুষ্ঠান প্রসঙ্গে মুখ খোলেননি গহনা বশিষ্ঠ। তবে তাঁদের নিকাহ অনুষ্ঠানের ছবি ইতিমধ্যেই ফাঁস হয়েছে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, গহনা ও ফাইজান একে অপরের প্রেমে ডুবে রয়েছেন। তাঁর সম্পর্কে কোনও খাদ নেই। গহনা বিয়ের জন্য ধর্মান্তরিত হননি, এটা তাঁর ব্যক্তিগত পছন্দ। প্রসঙ্গত গহনার স্বামী ফয়জান আনসারি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁকে অ্যামাজন মিনিটিভি রিয়েলিটি শো ‘ডেটবাজি’তেও দেখা গেছে।
আরও পড়ুন-সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, নববধূ সুদীপ্তাকে সেদিন কী বলেছিলেন ‘বুম্বাদা’?
আরও পড়ুন-ভিকির পরানো মঙ্গলসূত্র সযত্নে তুলে রেখেছেন সারা, সামনে এল সত্য়ি…

গহনা বশিষ্ঠের নিকাহ অনুষ্ঠান
এদিকে গহনা ওরফে বন্দনা তিওয়ারি ছত্তিশগড়ের পণ্ডিত পরিবারের মেয়ে। কেরিয়ারের শুরু দিকে তিনি মডেলিংকে পেশা হিসাবে বেছে নেন। ২০১২ সালে মিস এশিয়া বিকিনির খেতাব জেতেন তিনি। অল্ট বালাজির চর্চিত ওয়েব সিরিজ 'গন্দি বাত'-এ দেখা গিয়েছিল তাঁকে। 'ডেটবাজি' নামে একটি শোয়েও দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও কিছু হিন্দি, তেলুগু ছবির আইটেম নম্বরে দেখা যায় তাঁকে। তবে গহনা বশিষ্ঠের অধিকাংশ কাজ প্রাপ্ত বয়স্কদের জন্য।
গহনা ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ন ছবি বানানোর অভিযোগ ওঠে। মুম্বই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেফতার করলে গহনা রাজের সমর্থনে মুখ খুলেছিলেন। তাঁদেরকে ফাঁসানো হয়েছিল বলে দাবি করেছিলেন গহনা। তিনি হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, ‘প্রথমত ডিজিটাল প্ল্যাটফর্মে কোনও সেন্সরশিপ নেই। লোকে যা চায়, এই প্ল্যার্টফর্ম তাই তৈরি করছে। তবে আমরা অ্যাপের জন্য যে ভিডিওগুলি তৈরি করেছি, আপনি কোনওভাবেই এটিকে পর্ণ বলতে পারবেন না। আমরা সবাই জানি পর্ন কী? আগে কেউ এই ভিডিওগুলি দেখুন তারপর বিচার করুন এগুলো আসলে কী। অন্যান্য বড় ওটিটি প্ল্যাটফর্মগুলি যে বিষয়বস্তু তৈরি করে তা এই একই শ্রেণীর। ওদেরকে যখন কিছু বলা হচ্ছে না, তখন রাজ কুন্দ্রাকে কেন বলা হচ্ছে? বড় অ্যাপ কিছু বানালে সেগুলি বোল্ড, আমরা বানালে সেগুনি পর্ন? এগুলো হল স্বাভাবিক সাহসি ইরোটিক ফিল্ম।’