বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreyas Talpade Health Update: অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ আছেন শ্রেয়স, হাসপাতাল থেকে আর কী জানালেন অভিনেতার স্ত্রী?

Shreyas Talpade Health Update: অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ আছেন শ্রেয়স, হাসপাতাল থেকে আর কী জানালেন অভিনেতার স্ত্রী?

অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ আছেন শ্রেয়স

Shreyas Talpade Health Update: অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন ঠিক আছেন শ্রেয়স তালপাড়ে। গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হার্ট অ্যাটাকের পর।

বৃহস্পতিবার হার্ট অ্যাটাক হয় গোলমাল খ্যাত অভিনেতা শ্রেয়স তালপাড়ের। তারপরই তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিনেতাকে ভর্তি করানোর পরই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। এমনটাই হাসপাতাল সূত্রে পিটিআইকে জানানো হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির পর বর্তমানে তিনি সুস্থ আছেন বলেই জানানো হয়েছে।

কেমন আছেন শ্রেয়স?

হাসপাতালের তরফে এদিন অভিনেতার শারীরিক অবস্থার কথা জানিয়ে পিটিআইকে বলা হয়, 'গতকাল সন্ধ্যার দিকে ওঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরই রাত্রেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় অভিনেতার। এখন তিনি আইসিইউতে আছেন, কিন্তু ঠিক আছেন।' এদিন তাঁর পরিবারের তরফে একই বার্তা দেওয়া হয়।

আরও পড়ুন: শাহরুখ জ্বর! ভারতের ২৪০টি শহরে ডাঙ্কির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন, বিশেষ ব্যবস্থা বিদেশেও

আরও পড়ুন: ৫ মাস বয়সেই হারান মাকে! প্রধান মুক্তির আগে প্রকাশ্যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের অজানা কাহিনি

শ্রেয়স তালপাড়ের স্ত্রী এদিন অভিনেতার বর্তমান অবস্থার কথা জানিয়ে ইনস্টাগ্রামে লেখেন, 'মিডিয়া এবং বন্ধুদের জানাতে চাই সম্প্রতি আমার স্বামীর শরীর খারাপ করা পর সবাই যেভাবে উদ্বিগ্ন হয়ে তিনি কেমন আছেন সেটা জানতে চেয়েছিলেন, তাঁর হয়ে প্রার্থনা করেছেন সেটার জন্য ধন্যবাদ। আমি এখন সবাইকে জানাচ্ছি যে ও ঠিক আছে, আগামী কয়েকদিনের মধ্যেই ওকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।'

দীপ্তি এদিন তাঁর পোস্টে আরও জানান, 'হাসপাতালের চিকিৎসক এবং মেডিক্যাল টিমের অসম্ভব যত্ন এবং ওকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ও যেহেতু এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তাই চাইব এই সময়টা আমাদের যেন আমাদের মতো থাকতে দেয়া হয়। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের দুজনের শক্তি।'

প্রসঙ্গত বৃহস্পতিবার ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবির শুটিং সেরে বাড়ি ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। শ্রেয়স তালপাড়েকে একাধিক জনপ্রিয় হিন্দি এবং মারাঠি ছবিতে দেখা গিয়েছে। তিনি ওম শান্তি ওম ছবিতে শাহরুখের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন। হাউজফুল ২, গোলমাল সিরিজের প্রতিটি ছবিতেও ছিলেন শ্রেয়স।

বায়োস্কোপ খবর

Latest News

দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.