চারদিন নয়, এবারের পুজো প্রায় দশ দিন ধরেই চলছে যে সেটা বলা যায়। মহালয়া থেকেই লোকজন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলেন, এবার অবশেষে বাঙালির সেই শ্রেষ্ঠ উৎসবের শেষ লগ্ন আগত। বিজয়া দশমী উপলক্ষ্যে জমিয়ে ঢাক বাজাতে দেখা গেল অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে।
বিজয়া দশমী উপলক্ষ্যে ঢাক বাজালেন গৌরব
পঞ্জাবি পরে বিজয়া দশমী উপলক্ষ্যে জমিয়ে ঢাক বাজালেন গৌরব চট্টোপাধ্যায়। তাঁর পরনে এদিন একটি লাল পঞ্জাবি ছিল। সঙ্গে চোখে রোদ চশমা এবং হাতে স্মার্টওয়াচ। কপালে গালে সিঁদুর লেগে। হাসিমুখেই এদিন ঢাক বাজালেন অভিনেতা।
এই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখলেন 'শুভ বিজয়া।' জানালেন তাঁর এই ভিডিয়োটি তুলে দিয়েছেন তাঁর বন্ধু তথা সহকর্মী অনিন্দ্য চট্টোপাধ্যায়।
পর্দায় যতই অনিন্দ্য এবং গৌরব একে অন্যের বিপক্ষে থাক, শত্রুতা থাক বাস্তবে যে তাঁরা ভীষণই ভালো বন্ধু সেটা বলার অপেক্ষা রাখে না। গাঁটছড়া ধারাবাহিকে গৌরব ঋদ্ধির চরিত্রে এবং অনিন্দ্য রাহুলের চরিত্রে অভিনয় করছেন। সেখানে তাঁরা পিসতুতো মামাতো ভাই হলেও আদায় কাঁচকলার সম্পর্ক। কিন্তু সেসবই পর্দায়, বাস্তবে তাঁরা ভীষণই ভালো বন্ধু। তাই তো এবারের পুজোর প্রায় প্রতিটি দিনই তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। ষষ্ঠী থেকে দশমী রোজই তাঁদের একত্রে ছবি তুলে পোস্ট করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: লাল চুড়িদারের উপর দিয়ে ফুটে উঠেছে বেবি বাম্প, নবমীতে রাজের সঙ্গে কোথায় গেলেন শুভশ্রী?
আরও পড়ুন: 'ও আছে বলেই...' মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে হাজির স্বস্তিকা, আবেগপ্রবণ হয়ে লিখলেন কী?
কী বলছেন ভক্তরা?
গৌরবের ঢাক বাজানো দেখে তাঁর অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'শুভ বিজয়া দাদাভাই।' কেউ আবার লেখেন, 'কী সুন্দর লাগছে আপনাকে।'
নবমীর রাতেও অনিন্দ্য, স্ত্রী দেবলীনার সঙ্গে এক ফ্রেমে ধরা দেন গৌরব। সেখানেও তাঁকে একটি সাদা পঞ্জাবি পরে থাকতে দেখা যায় অন্যদিকে দেবলীনার পরনে ছিল সবুজ শাড়ি। অনিন্দ্য এদিন পরেছিলেন একটি কালো পঞ্জাবি।