সোমবার প্রকাশ্য়ে এসেছিল আইসিএসসি আর আইএসসি-র ফলাফল। দুর্দান্ত নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রের একমাত্র কন্যা। এই তারকা কন্য়া ৯৮ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে জানার পর থেকেই তাঁকে ভালোবাসায় ভরিয়েছে নেট-নাগরিকরা।
মেয়ের সাফল্য মুখে হাসি ফুটিয়েছে শ্রীলেখারও। মেয়ের ফলাফল সামনে আসার পর নিজেই পোস্ট করেছিলেন ফেসবুকে। যদিও সেখানে কত শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে মাইয়্য়া ওরফে ঐশী, তা জানাননি। আসলে মা অভিনেত্রী হলেও, এই তরুণী প্রচারবিমুখ। চান না তাঁকে নিয়ে কোনো খবর হোক। তাই মা-কে সাবধানও করে রেখেছিলেন, প্রকাশ্য়ে আনা যাবে না পার্সেন্টেজ।
আরও পড়ুন: সৃজিতের ছবি থেকে অনির্বাণ বাদ, ঢুকে পড়লেন পরমব্রত-আদৃত! এই ছবির নায়িকা কে
তবে মায়ের মন কি আর মানে! শ্রীলেখা আনন্দবাজারকে জানান, মাইয়্যা ৯৮ শতাংশ নম্বর পেয়ে পাশ করল ISC। তিনটি বিষয়ে ঐশীর নম্বর ৯৮-এর উপর নম্বর। বাংলাতেও ৯৮। গড়েও তাই ৯৮।
অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁর মেয়ের এখনকার জেনারেশনের মতো রিল বানানোর ঝোঁক নেই। এমনকী, সমাজমাধ্যমেও নেই সে। কখনো তর্ক করে না বড়দের মুখেমুখে। চাহিদাও নেই বললেই চলে, এখনও কোনওদিন মুখ ফুটে বলেনি আমার ট্যাব চাই, নোটপ্যাড চাই, অমুক তমুক। তবে বই পেলে খুব খুশি হয়।
আরও পড়ুন: আন্দ্রে রাসেলের মিউজিক ভিডিয়ো 'লড়কি তু কামাল কি'! KKR-এর তারকা তুললেন ঝড়
জানা গিয়েছে, উচ্চশিক্ষার জন্য় শহর ছাড়বেন শ্রীলেকা-কন্য়া। যতে পারে বেঙ্গালুরু। সেখানে হয় মনোবিজ্ঞান আর না হয় থিয়েটার নিয়ে পড়াশোনা করবেন।
মেয়ের এত ভালো ফল কী করে সেলিব্রেট করলেন অভিনেত্রী? ফলাফল প্রকাশের রাতটা বাড়িতেই পার্টি করেছেন ৩ জন মিলে। শ্রীলেখা, ঐশী আর শ্রীলেখার-প্রাক্তন স্বামী।
আরও পড়ুন: বিচ্ছেদের খবর ‘ভুয়ো’! প্রথমবার প্রকাশ্য়ে দীপিকার বেবিবাম্প, ঘুরতে গিয়েছে রণবীরের সঙ্গে
আসলে ২০১৩ সালেই ছাদ আলাদা হয়েছিল শ্রীলেখা ও শিলাদিত্য সান্য়ালের। তবে তাঁদের আলাদা হয়ে যাওয়া মানে কখনোই এই নয়, দুজনের মুখ দেখাদেখি বন্ধ। ঐশীর কাছে মা-বাবা দুজনের বাড়ির দরজাই সবসময় খোলা। তিনি নিজের মতো করে কাটাতেন সময় দুই বাড়িতে। মেয়েকে লেকাপড়ায় সাধ্যমতো সাহায্যও করতেন শ্রীলেখা আর শিলাদিত্য। আর তাই এত ভালো একটা মুহূর্তও তো ৩ জনকে একসঙ্গেই করতে হবে উপভোগ।