গোবিন্দ নাম মেরা ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এল। অভিনয়ে থাকছেন ভিকি কৌশল, কিয়ারা আডবাণী এবং ভূমি পেডনেকর। ডিজনি প্লাস হটস্টারে ছবিটি আগামী মাসে মুক্তি পেতে চলেছে। ১৬ ডিসেম্বর থেকে এই ছবিটি উল্লিখিত ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। ছবির নাম থেকে বোঝা যাচ্ছে ভিকি কৌশল গোবিন্দ ওরফে, গোবিন্দ বাঘমারের চরিত্রে অভিনয় করবেন, ভূমি তাঁর স্ত্রী, গৌরীর চরিত্রে এবং কিয়ারা তাঁর সুন্দরী প্রেমিকা, সুকুর চরিত্রে থাকছেন।
করণ জোহর আজ নিজেই এই ছবির পোস্টার শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সঙ্গে এই ছবির বিষয়ে লেখেন, প্লট টুইস্ট থাকছে এই ছবিতে, যা দর্শকদের হতবাক করে রেখে দেবে। পরিচালক লেখেন, 'তৈরি হয়ে যান, কিছু মশলাদার বিনোদন আপনার বাড়ির স্ক্রিনে আসতে চলেছে।' তিন মূল অভিনেতার একটি পোস্টার শেয়ার করেন করণ, একই সঙ্গে ভিকি, কিয়ারা এবং ভূমির আলাদা আলাদা ছবি আছে এমন পোস্টারও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
ভিকি কৌশল তাঁর একক পোস্টারটি শেয়ার করে নিজের চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন। তিনি লেখেন, 'আমার নাম গোবিন্দ এবং আমার কাজই হল নাচা।' গৌরী ওরফে ভূমির একক পোস্টারে তাঁকে একটি ছোট রাত পোশাক পরে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তিনি নিজেকে গোবিন্দের 'হট' স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। কিয়ারা আডবাণীও তাঁর একক পোস্টার শেয়ার করেন দর্শকদের উদ্দেশে লেখেন, 'সুকুকে হাই হুকু বলুন সকলে।' পোস্টার দেখে মনে হচ্ছে এই ছবিতে কিয়ারা আডবাণীকে নাচের শিক্ষিকার চরিত্রে দেখা যাবে।
শশাঙ্ক খইতান এই ছবির পরিচালনা করেছেন। এই ছবিতে দেখা যাবে এক খুনের রহস্য। ধর্ম প্রোডাকশন তথা করণ জোহরের সঙ্গে ভিকি কৌশলের এটা দ্বিতীয় কাজ। এর আগে তাঁরা একত্রে ভূত পার্ট ১: দ্যা হন্টেড শিপ ছবিতে কাজ করেছিলেন। সর্দার উধমের পর ভিকি কৌশলের কোনও ছবি দ্বিতীয়বার সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে।
এছাড়া ভিকি কৌশলকে আগামীতে লক্ষণ উতেকরের ছবিতে দেখা যেতে চলেছে। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন সারা আলি খান। এছাড়া শ্যাম বাহাদুর ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে ভূমি পেডনেকরকে দেখা যাবে দ্যা লেডিকিলার ছবিতে। ভূমির সঙ্গে এই ছবিতে থাকবেন অর্জুন কাপুর। কিয়ারা আডবাণী বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে সত্যপ্রেম কী কথা ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন।