বাংলা নিউজ > বায়োস্কোপ > Govinda Naam Mera Poster: বিন্দাস ভিকি সঙ্গে স্ত্রী ভূমি ও বান্ধবী কিয়ারা! ‘গোবিন্দ নাম মেরা'য় ভরপুর মসলা

Govinda Naam Mera Poster: বিন্দাস ভিকি সঙ্গে স্ত্রী ভূমি ও বান্ধবী কিয়ারা! ‘গোবিন্দ নাম মেরা'য় ভরপুর মসলা

‘গোবিন্দ নাম মেরা’ ছবির পোস্টার প্রকাশ্যে এল

Govinda Naam Mera Poster Out: ‘গোবিন্দ নাম মেরা’ ছবির পোস্টার প্রকাশ্যে এল। অভিনয়ে থাকছেন ভিকি কৌশল, কিয়ারা আডবাণী, এবং ভূমি পেডনেকর। দেখুন বিস্তারিত।

গোবিন্দ নাম মেরা ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এল। অভিনয়ে থাকছেন ভিকি কৌশল, কিয়ারা আডবাণী এবং ভূমি পেডনেকর। ডিজনি প্লাস হটস্টারে ছবিটি আগামী মাসে মুক্তি পেতে চলেছে। ১৬ ডিসেম্বর থেকে এই ছবিটি উল্লিখিত ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। ছবির নাম থেকে বোঝা যাচ্ছে ভিকি কৌশল গোবিন্দ ওরফে, গোবিন্দ বাঘমারের চরিত্রে অভিনয় করবেন, ভূমি তাঁর স্ত্রী, গৌরীর চরিত্রে এবং কিয়ারা তাঁর সুন্দরী প্রেমিকা, সুকুর চরিত্রে থাকছেন।

করণ জোহর আজ নিজেই এই ছবির পোস্টার শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সঙ্গে এই ছবির বিষয়ে লেখেন, প্লট টুইস্ট থাকছে এই ছবিতে, যা দর্শকদের হতবাক করে রেখে দেবে। পরিচালক লেখেন, 'তৈরি হয়ে যান, কিছু মশলাদার বিনোদন আপনার বাড়ির স্ক্রিনে আসতে চলেছে।' তিন মূল অভিনেতার একটি পোস্টার শেয়ার করেন করণ, একই সঙ্গে ভিকি, কিয়ারা এবং ভূমির আলাদা আলাদা ছবি আছে এমন পোস্টারও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

 

ভিকি কৌশল তাঁর একক পোস্টারটি শেয়ার করে নিজের চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন। তিনি লেখেন, 'আমার নাম গোবিন্দ এবং আমার কাজই হল নাচা।' গৌরী ওরফে ভূমির একক পোস্টারে তাঁকে একটি ছোট রাত পোশাক পরে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তিনি নিজেকে গোবিন্দের 'হট' স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। কিয়ারা আডবাণীও তাঁর একক পোস্টার শেয়ার করেন দর্শকদের উদ্দেশে লেখেন, 'সুকুকে হাই হুকু বলুন সকলে।' পোস্টার দেখে মনে হচ্ছে এই ছবিতে কিয়ারা আডবাণীকে নাচের শিক্ষিকার চরিত্রে দেখা যাবে।

 

গোবিন্দ নাম মেরা ছবির পোস্টার
গোবিন্দ নাম মেরা ছবির পোস্টার

শশাঙ্ক খইতান এই ছবির পরিচালনা করেছেন। এই ছবিতে দেখা যাবে এক খুনের রহস্য। ধর্ম প্রোডাকশন তথা করণ জোহরের সঙ্গে ভিকি কৌশলের এটা দ্বিতীয় কাজ। এর আগে তাঁরা একত্রে ভূত পার্ট ১: দ্যা হন্টেড শিপ ছবিতে কাজ করেছিলেন। সর্দার উধমের পর ভিকি কৌশলের কোনও ছবি দ্বিতীয়বার সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে।

এছাড়া ভিকি কৌশলকে আগামীতে লক্ষণ উতেকরের ছবিতে দেখা যেতে চলেছে। এই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন সারা আলি খান। এছাড়া শ্যাম বাহাদুর ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে ভূমি পেডনেকরকে দেখা যাবে দ্যা লেডিকিলার ছবিতে। ভূমির সঙ্গে এই ছবিতে থাকবেন অর্জুন কাপুর। কিয়ারা আডবাণী বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে সত্যপ্রেম কী কথা ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.