গ্র্যামির (২০২৪) মঞ্চে সেরা 'বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম' হিসাবে পুরস্কার জিতে নিয়েছে 'শক্তি'র গানের অ্যালবাম 'দিস মোমেন্ট'। তবে জানেন কি এই অ্যালামের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলাও। কিন্তু কীভাবে?
'দিস মোমেন্ট' অ্যালবামের ডিজাইনের পাশাপাশি Abstract Logix নামে যে কোম্পানি গানটি লঞ্চ করেছে তার কর্ণধারও একজন বাঙালি। ১৯৭৭ সালে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটিয়ে যাত্রা শুরু করেছিল ফিউশন ব্যান্ড 'শক্তি'। শুরুর ৫০ বছর পার করে রবিবার গ্র্যামির মঞ্চে সম্মানিত হল তারা। আন্তর্জাতিক মঞ্চে 'বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম' হিসাবে পুরস্কার জিতে নিয়েছে ব্য়ান্ড 'শক্তি'র গানের অ্যালবাম 'দিস মোমেন্ট'। এই অ্যালবামের সঙ্গে একদিকে যেমন জড়িয়ে রয়েছেন শঙ্কর মহাদেবন, উস্তাদ জাকির হোসেন, গণেশ রাজাগোপালন থেকে জন ম্যাকলাফলিন, ভি সেলভাগণেশ, তেমনই জড়িয়ে রয়েছে বাংলা।
বেঙ্গালুরুর বাসিন্দা প্রবাসী অর্ক বসু, কলকাতার উর্মি ভঞ্জ, গোয়ার মৃণালিনী, দিস মোমেন্ট' গানের ডিজাইনে অংশ নিয়েছিলেন এই তিন বাঙালি।
ছোটবেলা থেকেই গানে ঝোঁক ছিল অর্কর। বর্তমানে একটা বিজ্ঞাপন সংস্থার কর্ণধার তিনি। তাঁর কাছে ২০২২-এ যখন এই সুযোগ এসেছিল, তখন তিনি হাতে চাঁদ পেয়েছিলেন। 'দিস মোমেন্ট'র সহ ডিজাইনার অর্ক বসু এবিপি আনন্দকে বলেন, ‘গ্রাফিক ডিজাইন করার চেষ্টা করেছি, সুরের সেতুবন্ধন, ২০২২-এ পোস্টার ডিজাইন দেখে পছন্দ হয়।’ এর আগে করোনা কালে অনলাইনে কাজ করতে গিয়ে বহু শিল্পীই এখন এভাবে কাজে অভ্যস্ত হয়ে গিয়েছেন। আর তাই কেউ গোয়া, কেউ বেঙ্গালুরু, কেউ কলকাতায় থাকলেও উর্মি, অর্ক, মৃণালিনীদের তিনজনে মিলে কাজ করতে কোনও সমস্যাই হয়নি। উর্মি ভঞ্জের কথায়, ‘কোভিডের পর অনলাইন কাজে আর কোনও সমস্যা হয়না। আমরা তো একজন গোয়, একজন বেঙ্গালুরু, আর একজন কলকাতায়।’
'দিস মোমেন্ট' অ্যালবাম লঞ্চ হয়েছে যে Abstract Logix কোম্পানির হাত ধরে তিনিও একজন বঙ্গ সন্তান, নাম সৌভিক দত্ত, তিনি আবার এখন নর্থ ক্যারোলিনের বাসিন্দা।
এদিকে দিস মোমেন্ট অ্যালবামের জন্য শঙ্কর মহাদেবন এবং তাঁর ব্যান্ড শক্তি এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা গ্লোবাল অ্যালবাম বিভাগে। এটাই তাঁদের এই ব্যান্ডের প্রথম স্টুডিয়ো অ্যালবাম। লস অ্যাঞ্জেলেসের এই ইভেন্টের পরই তিনি হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেন শঙ্কর মহাদেবন। গ্র্যামি পুরস্কার জিতে বললেন, 'যখন আমাদের নাম ঘোষণা করা হল কয়েক মুহূর্ত সময় লেগে গিয়েছিল আমাদের সেটা আত্মস্থ করতে, বুঝতে। এই অনুভূতিটা না বলে বোঝানো কঠিন।'