স্টার জলসা বলুন বা জি বাংলা, সব জায়গাতেই সব ধারাবাহিকে এখন রঙের ছোঁয়া লেগেছে। জমিয়ে দোল পালন চলছে সর্বত্র। বাদ যায়নি ফুলকি ধারাবাহিকটি। কিন্তু একি! দোল উৎসব দেখানোর পরই নায়ক নায়িকাকে কাছে আনতে চাইলেন লেখক, আর সেটা দেখেই কিনা হেসে লুটোপুটি খাচ্ছে দর্শকরা! কিন্তু কেন?
ফুলকি ধারাবাহিকের প্রোমো
সম্প্রতি জি বাংলার তরফে ফুলকি ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রামলীলা ছবিতে অঙ্গ লাগা দে-তে যেমন রণবীর এবং দীপিকা কাছাকাছি এসেছিলেন ঠিক একই রকম ভাবে নায়ক নায়িকা অর্থাৎ ফুলকি এবং রোহিত কাছে আসছে। রোহিতের পরনে লাল পাড় সাদা ধুতি। আর ফুলকি পরে আছে লাল পাড় সাদা শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ। সঙ্গে হাতে ধরা ধুনুচি। দুজনে কাছে আসছে দীপিকা রণবীরের মতোই। এই প্রোমো প্রকাশ্যে আসার পরই হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'খুব ভালো লাগছিল। কিন্তু বাড়ির গুরুজনদের সামনে কীভাবে দেখব? ঠিক আছে। একটু A সার্টিফায়েড পর্ব হোক।' দ্বিতীয় জন লেখেন, 'অ্যাইইইইইইননননন! কী যে দেখাতে চায় লেখিকাগুলো বুঝে উঠতে পারি না।' কেউ আবার লেখেন, 'আজকের এপিসোড পুরো অস্থির ছিল। মনে হচ্ছে বলিউড ছবি দেখছি।'
আরও পড়ুন: 'ওটিটির যুগে আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে নিজের তুলনা টেনে বললেন কী?
চতুর্থ ব্যক্তি লেখেন, 'মিশো থেকে অর্ডার করা রাম আর লীলা, আর পিঠের ওপর জল ফেলার আওয়াজটা বাথরুমে কল খুলে ভুলে চলে আসার মত শোনালো।' কেউ আবার লেখেন, 'এইবার পরের এপিসোড এর সকালেই মামনি মা হবে। বাই দ্য ওয়ে এত ধোঁয়া কেন? এখানে কি শিল্প হচ্ছে?'