তেজা সাজ অভিনীত 'হনুমান' বক্স অফিসে প্রথম তিন দিনে দুর্দান্ত পারফর্ম করেছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে ছবির আয় ৩ দিনে মোট ৪০.৬৫ কোটি। স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, হনু-মান ছবির চতুর্থ দিনের সংগ্রহ ১৪.৫০ কোটি। আর যার ফলে ছবির মোট আয় এসে দাঁড়িয়েছে ৫৫.১৫ কোটিতে।
হনুমান বক্স অফিস কালেকশন
চতুর্থ দিন ১৫ জানুয়ারিতে, 'হনুমান'-এর সামগ্রিক আয়ের ৮০.১১% যদিও এসেছে তেলুগু থেকে। আর হিন্দি ভাষায় হনুমানের দখল ছিল ১৮.৪১%।
প্রশান্ত ভার্মা পরিচালিত, 'হনুমান'-এ তেজা সাজ, অমৃতা আইয়ার, ভারলক্ষ্মী শরতকুমার, বিনয় রাই এবং রাজ দীপক শেট্টি কাজ করেছেন প্রধান চরিত্রে। তেলুগু ভাষায় তৈরি হওয়া এটি একটি অরিজিনাল সুপারহিরো মুভি, যা প্যান-ইন্ডিয়ান রিলিজ হয়েছে। জানা গিয়েছে যে, সিনেমাটি তৈরি করতে ২৫ কোটি বাজেট রাখা হয়েছিল। যা এটা তুলে নিয়েছে মাত্র দু দিনেই।
১২ জানুয়ারি মুক্তি পাওয়ার পর 'হনুমান' সমস্ত ভাষায় আয় করেছে ৮.০৫ কোটি। দ্বিতীয় দিনে ছবি ব্যবসা করে ১২.৪৫ কোটির। তারপর রবি আর সোমবারে ছবি আয় করে যথাক্রমে ১৬ কোটি ও ১৪.৫০ কোটি। এদিকে, রিলিজের দিন (শুক্রবার) ছবিটি শুধুমাত্র হিন্দিতে আয় করেছিল ২ কোটি। পরের দিন শনিবারে তা প্রায় ৮০ শতাংশ বাড়ে। শনিবার হিন্দি ভাষায় ছবির আয় ছিল ৩.৯ কোটি। আর তারপর রবিবারে আরও ভালো পারফর্ম করেছে ছবিটি। আয় ৬ কোটি।
মেরি ক্রিসমাস বক্স অফিস কালেকশন
শ্রীরাম রাঘবনের ছবি এর আগে বেশ ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। যার প্রমাণ বদলাপুর, অন্ধাধুন। তবে মেরি ক্রিসমাসের ক্ষেত্রে আর সফল হল না ভাগ্য। মুক্তির দিনে ছবি খাতাই খোলে মাত্র ২.৪৫ কোটি দিয়ে। এরপর শনিবারে তা বেড়ে হয় ৩.৪৫ কোটি। রবিবারে ৩.৮৩ কোটির ব্যবসা করে মেরি ক্রিসমাস। সোমবার ছবির আয় মাত্র ১.৬৫ কোটি।
ক্যাটরিনা এবং বিজয়ের সিনেমা হিন্দি এবং তামিল দুটি সংস্করণে মুক্তি পেয়েছে। এক হাসিনা থি, জনি গাদ্দার, এজেন্ট বিনোদ, বদলাপুর এবং আন্ধাধুনের পর মেরি ক্রিসমাস হল শ্রীরাম রাঘবনের ৬ নম্বর সিনেমা। ট্রেলারে দেখা গিয়েছে বড়দিনের আগের রাতে দেখা হয় ক্যাটরিনা আর বিজয় সেতুপতির। দুজনে সেই সন্ধেটা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেয়। ক্যাটরিনার বাড়িতে এসে বিজয় জানতে পারে একটি মেয়েও রয়েছে তার। তবে হঠাৎ করেই বদলে যেতে থাকে পরিস্থিতি। কোন বিপদে জড়িয়ে পড়ে দুজনে। নাকি কালপ্রিট বিজয় বা ক্যাটরিনার মধ্যে থেকেই একজন!