মঙ্গলবার গভীর রাতে মুম্বইতে বসেছিল সলমনের শালা আয়ুষ শর্মার জন্মদিনের আসর। যাতে খান পরিবারের পাশাপাশি, আমন্ত্রিত ছিল বলিউডের বিশেষ কিছু সদস্যও, অবশ্য তাঁদের মধ্যে প্রত্যেকেই ভাইজানের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। কিন্তু সকলকে চমকে দিয়ে সেখানে পৌঁছলেন কঙ্গনা রানাওয়াত। আপাতত সেই ভিডিয়ো আর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধ্বন্দে পড়েছেন নেট-নাগরিকরা।
লাল রঙের মাঝারি ঝুলের বডিকন ড্রেসে পার্টিতে পৌঁছেছিলেন কঙ্গনা। মিডিয়াকে ছবির জন্য পোজ দেন, হাত নাড়েন। তারপর গটগটিয়ে ভিতরে ঢুকে যান। তবে কঙ্গনার এই পার্টিতে আসা ভালো চোখে দেখেনি আমজনতা। আর হবে নাই বা কেন, একথা ওপেন সিক্রেট যে সলমনই হাত ধরে আয়ুশকে এনেছেন বলিউডে। আর এই ধরনের স্বজনপোষণ আবার একদম পছন্দ না কঙ্গনার। তিনিই তো প্রথম ‘নেপোটিজম’ শব্দটাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। স্বভাবতই প্রশ্ন উঠছে তাহলে আয়ুশের পার্টিতে কেন? নাকি, সবটাই সলমনকে খুশি করার জন্য!
নেটমাধ্যমে কঙ্গনার এই ভিডিয়োতে মন্তব্য করেছেন একাধিক মানুষ। একজন লিখলেন, ‘এর সব নাটক। আসলে যখনই দেখে কেউ পাত্তা দিচ্ছে না, উলটোপালটা কথা বলে দেয়।’ আরেকজন লিখলেন, ‘এরপর কখন দেখব করণ জোহরের বাড়ির পার্টিতেও পৌঁছে গিয়েছে। বলিউডে আসলে সবাই জঘন্য। কারও কোনও নীতিবোধ নেই।’
ডেঙ্গু থেকে সেরে আয়ুশের জন্মদিনে হাজির হয়েছিলেন সলমন খানও। বিশেষ আমন্ত্রিত ছিলেন ভাইজানের বডিগার্ড শেরা, এসেছিলেন ছেলে টাইগারকে নিয়ে। শেহনাজ গিল, পলক তিওয়ারি, রমেশ তুরানি, সোনাক্ষী সিনহা, আরবাজ খান, চাঙ্কি পাণ্ডে, মণীশ মলহোত্রা, ধর্মেন্দ্ররা পৌঁছে গিয়েছিলেন আয়ুশকে ৩২ বছরের জন্মদিনের শুভেচ্ছা জানাতে।