বাংলা নিউজ > বায়োস্কোপ > Happy Birthday Shah Rukh Khan: পরিচালনায় ডেবিউ ছবির হিরো ছিলেন শাহরুখ, প্রিয় বন্ধুর জন্মদিনে আবেগঘন ফারহা

Happy Birthday Shah Rukh Khan: পরিচালনায় ডেবিউ ছবির হিরো ছিলেন শাহরুখ, প্রিয় বন্ধুর জন্মদিনে আবেগঘন ফারহা

শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা ফারহার

Happy Birthday Shah Rukh Khan: ৫৭-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ। প্রিয় বন্ধুর জন্মদিনে আবেগঘন ফারহা কী বললেন? 

শাহরুখ খান মানেই ভক্তদের কাছে এক অন্য রকম আবেগ, ভালোবাসা। বলিউড তিনি কিং অফ রোম্যান্স নামেও পরিচিত। বছরে পর বছর ধরে লক্ষ নারীর হৃদয়ে বাস তাঁর। আজ ৫৭-এ পা দিলেন বলিউডের বাদশা। একের পর এক হিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন। জন্মদিনের সকাল থেকে নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন শাহরুখ।

পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খানের সঙ্গে শাহরুখ এবং তাঁর পরিবারের ঘনিষ্ঠ কারও অজানা নয়। ফারহার পরিচালনায় একাধিক ছবিতে অভিনয় করেছেন বলিউডের বাদশা। শাহরুখের জন্মদিনে একগুচ্ছ পুরনো ছবি কোলাজ করে ভিডিয়ো শেয়ার করেছেন ফারহা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমার প্রিয় বন্ধু শাহরুখ.. যাঁর জন্য় আমি আজ পরিচালক হয়েছি। রাজা হয়েও স্বভাবে বিনম্র। নিজেকে নিয়ে হাসার ক্ষমতা রয়েছে যাঁর মধ্যে, ও নিজেই সিনেমার থেকে অনেক বড়।’

আরও পড়ুন: ভরপুর অ্যাকশন, দীপিকার সঙ্গে রোম্যান্স, তিন বছর কোথায় ছিলেন 'পাঠান'? দেখুন টিজার

২০০৪ সালে ফারহার পরিচালক হিসেবে ডেবিউ ছবি ‘ম্যায় হুঁ না'-এর লিড পুরুষ চরিত্রে ছিলেন শাহরুখ। এই ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হন ফারহা। এসআরকে অভিনীত 'কুছ কুছ হোতা হ্যায়' এবং 'কাল হো না হো'-তে একটি চরিত্রে অভিনয় করেছিলেন ফারহা। তবে তাঁর সফল কেরিয়ারে শাহরুখের অনেকটাই প্রভাব রয়েছে।

আরও পড়ুন: ‘ডানকি’র শ্যুটিং হতে পারে সৌদি আরবে! শাহরুখ-রাজুর যুগলবন্দি দিতে পারেন বড় চমক

২০১৮ সালে শেষবার ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে। এবার ‘পাঠান’ ছবির সঙ্গেই কামব্যাক করছেন তিনি। জন্মদিনের দিনই ভক্তদের জন্য ‘পাঠান’-এর টিজার প্রকাশ্যে এনেছেন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। শাহরুখের হাতে রয়েছে আটলি-র পরিচালনায় ‘জাওয়ান’। প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে আসছে শাহরুখের ‘ডানকি’।

বন্ধ করুন