গত ২১ জুন (বুধবার) প্রথমবার বাবা-মা হয়েছে জনপ্রিয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় জুটি শোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কর। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ‘সসুলার সিমির কা’ খ্যাত অভিনেত্রী। ২০১৮ সালে ধর্ম বদলে শোয়েবকে বিয়ে করেন দীপিকা, বিয়ের পাঁচ বছর বিয়ের পর সন্তান এসেছে কোলে। কিন্তু নির্দিষ্ট সময়ের অনেকটা আগেই জন্ম হয়েছে ‘শোয়িকা’র সন্তানের, প্রিম্যাচিওর ছেলে রয়েছে ইনকিউবেটরে। তাই দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাবা-মা'র।
নিজেদের এই উদ্বেগের কথাই সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা শোয়েব ইব্রাহিম। অভিনেতা ই-টাইমসকে জানান, ‘আপনারা জানেন আমাদের ছেলে হয়েছে। কিন্তু এর চেয়ে বেশিকিছু বলবার অবস্থায় নেই। আমাদের সন্তান প্রি-ম্যাচিওর, এখন ইনকিউবেটরে রয়েছে। এইটুকুই বলব, আপনারা সকলে ওর সুস্থতার জন্য প্রার্থনা করুন’।
দু-দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মের খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। শোয়েব লেখেন, ‘২১ জুন ভোরের দিকে আমাদের পুত্রসন্তান পৃথিবীর আলো দেখল। যদিও কিছুটা সময়ের আগেই হল, তবে চিন্তার কোনও কারণ নেই। মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছে, আশীর্বাদ করবেন।’
চলতি বছর জানুয়ারি-তেই সন্তান সম্ভবা হওয়ার কথা জানিয়েছিলেন দীপিকা। যৌথ বিবৃতিতে দম্পতি জানান, ‘আমরা আনন্দ, উত্তেজনা, কৃতজ্ঞতা ও কিছুটা ভয়, এই সব অনুভূতির সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনে প্রথম সন্তান আসতে চলেছে। শীঘ্রই আমরা বাবা-মা হব। আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কাম্য।’ মাথায় ছিল মম অ্যান্ড ড্যাড টু বি-র টুপি।
২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন অভিনেত্রী দীপিকা কক্কর। বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মও গ্রহণ করেন। নাম হয় ফয়জা। অভিনয় কেরিয়ার শুরুর আগেই রৌণক স্যামসনকে বিয়ে করেছিলেন এয়ার হোস্টেস দীপিকা। সেই বিয়ে সুখের হয়নি। ‘সসুরাল সিমর কা’ শো চলাকালীনই শোয়েবের সঙ্গে আালাপ দীপিকার। ২০১৫ সালে আইনি বিচ্ছেদ হয় অভিনেত্রীর। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘গত বছরের ফেব্রুয়ারিতে গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহে দীপিকার গর্ভপাত হয়েছিল।' এইবার বাড়তি সতর্ক ছিলেন দম্পতি, তবুও দীপিকা প্রিম্যাচিওর সন্তানের জন্ম দেওয়ায় চিন্তা কাটছে না।
২০১৮ সালে বিগ বস ১২-র মঞ্চে দেখা মিলেছিল দীপিকার। বিয়ের পরপরই বিগ বসের ট্রফি জেতেন টেলিভিশনের এই আদর্শ বহুরানি। গত দু-বছর থেকে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। শেষবার স্টার প্লাসের ‘কাঁহা হাম কাঁহা তুম’-এ দেখা গিয়েছে দীপিকাকে।