বাংলা নিউজ > বায়োস্কোপ > Hina Khan: উৎসবের মরসুমে আনারকলিতে সাজলেন হিনা, ইদের শুভেচ্ছা জানালেন এই টেলি সুন্দরী

Hina Khan: উৎসবের মরসুমে আনারকলিতে সাজলেন হিনা, ইদের শুভেচ্ছা জানালেন এই টেলি সুন্দরী

হিনা খান

গোলাপি রঙা আনারকলিতে মন্ত্রমুগ্ধ করলেন হিনা। নায়িকার সাজ থেকে ক্লিনবোল্ড ভক্তরা। 

উৎসব অনুযায়ী নিজেকে পারফেক্ট লুকে সাজিয়ে তুলতে ওস্তাদ হিনা খান। টেলিপাড়ার এই ফ্যাশনিস্তা ভালোভাবেই জানেন আনারকলি কোনওদিন আউট অফ ফ্যাশন নয়! তাই ভরা বর্ষায় ইদের এই আবহে নিজেকে সাজিয়ে তুলতে সেরা চয়েজ আনারকলি। শনিবার রাতে মুম্বইয়ে ‘দাদা সাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড শো’তে হাজির হয়েছিলেন হিনা খান। পাপারাৎজিদের ক্যামেরার জন্য জমিয়ে পোজ দিলেন অভিনেত্রী।

গোলাপি রঙের অনারকলি স্যুটে মুগ্ধতা ছড়ালেন হিনা। গোলাপি রঙা ফুলহাতা অনারকলিতে ছিল রুপোলি রঙের জরির কাজ করা। পোশাকের সঙ্গে মানানসই ঝোলা দুল আর টেনে বাঁধা চুলে সাদা ফুলের মালা। সাবেকি সাজ যে কতটা মোহিত করতে পারে তা দেখিয়ে দিলেন ‘ইয়ে রিসতা ক্যায়া ক্যাহলতা হ্যায়’র অক্ষরা।

‘হ্যাকড’ ছবিতে অভিনয়ের জন্য এদিন পুরস্কারও জেতেন হিনা খান। ইদের ঠিক আগের দিন এই পুরস্কার হাতে আসায় উচ্ছ্বসিত নায়িকা। জানিয়ে দিলেন, ‘দারুণ খুশি, এবার শুধু শির খুরমা আর বিরিয়ানি খাওয়ার অপেক্ষায়’। এদিন ডায়েট ভুলে ইদের খানাপিনায় মজে হিনা। 

হিনার এই আনারকলি স্যুট আপনার আলমারিতে থাকাটা কিন্তু মাস্ট। বিয়ে বাড়ি হোক বা কোনও গ্ল্যামারাস পার্টি, চট জলদি সাজ কমপ্লিট করতে চাইলে এমন গ্ল্যামারাস আউটফিট থাকাটা মাস্ট। এরসঙ্গে খুব মিনিমাম মেকআপ আর জুয়েরালিতেও আপনাকে সুন্দর দেখাবে। তাই হিনার এই লুক থেকে ফ্যাশন টিপস নিয়ে ফেলুন। 

 

বন্ধ করুন