বাংলা নিউজ > বায়োস্কোপ > পরিবেশ-বান্ধব হোলি! ছেলে-মেয়ের সঙ্গে ফুল দিয়ে হোলি খেললেন শিল্পা, দেখুন ভিডিয়ো

পরিবেশ-বান্ধব হোলি! ছেলে-মেয়ের সঙ্গে ফুল দিয়ে হোলি খেললেন শিল্পা, দেখুন ভিডিয়ো

শিল্পার হোলি

রঙের বদলে ফুল দিয়ে হোলি খেলেছেন শিল্পা শেট্টি কুন্দ্রা।

পরিবারের সঙ্গে পরিবেশ বান্ধব হোলি উদযাপন করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। ছেলে বিহান, মেয়ে সামিশার সঙ্গে হোলি উদযাপনে মেতে উঠতে দেখা গিয়েছে শিল্পাকে। বছর ৪৬-এর অভিনেত্রী এইবার রঙের বদলে ফুল দিয়ে হোলি খেলেছেন। সেই ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

শিল্পার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ছোট্ট সামিশা এবং বিহান ধবধবে সাদা পোশাক পরে। মায়ের সঙ্গে বাড়ির বাগানে হোলি খেলতে ব্যস্ত তাঁরা। কিন্তু রঙের বদলে পরিবেশ বান্ধব হোলি খেলতে দেখা গিয়েছেন তাঁদের। ফুল নিয়ে ছোঁড়াছুড়ি করছেন। ক্যামেরার পিছন থেকে চিৎকার সকলে সকলকে ‘হ্যাপি হোলি’ বলছেন শিল্পা।

ভিডিয়োতে ছোট্ট সামিশাকে কাস্টোমাইজ পোশাকে দেখা মিলেছে। তাঁর পিঠের উপর ‘সামিশা’ নাম লেখা। পোশাক জুড়ে পমপম ঝুলছে। অন্যদিকে বিহানকেও সাদা কুর্তা-পাজামা পরে দেখা গিয়েছে। পরিবেশ বান্ধব হোলি খেলা দেখে মুগ্ধ নেটিজেনও।

ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে শিল্পা লিখেছেন, ‘হোলিকা দহনে আপনার সমস্ত দুশ্চিন্তা ও দুঃখ পুড়ে যাক। এটি নতুন শুরু, নতুন ফসল, নতুন চন্দ্র এবং জীবনের এক নতুন উদ্যমের ঋতু। সুখ এবং ভালোবাসার সমস্ত রঙে আপনার উপর ঝরে পড়ুক। আপনাকে এবং প্রিয়জনদের হোলির শুভেচ্ছা!’

 

 

বন্ধ করুন