জি বাংলার অন্যতম হিট মেগা হল ইচ্ছে পুতুল। টিআরপি তালিকাতেও বেশ ভালোই ফল করছে মৈনাক, শ্বেতা এবং তিতিক্ষা অভিনীত এই মেগা। কিন্তু আচমকা সব কিছুর মাঝেই কেন কটাক্ষের মুখে পড়তে হল এটিকে?
চরম ট্রোল্ড ইচ্ছে পুতুল ধারাবাহিক
বর্তমানে ইচ্ছে পুতুল ধারাবাহিকে দেখানো হচ্ছে যে আবারও বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছে মেঘ আর নীল ওরফে সৌরনীল। তাদের বিয়ের সেই পর্বই এখন দেখানো হচ্ছে মেগা সিরিয়ালে। কিন্তু বরাবরের মতো এবারও মেঘ আর নীলকে শান্তি দেবে না খলনায়িকা ময়ূরী। তাই সে ঠিক করে নেয় বোনকে বিয়ে করতে দেবে না। দেবে না নীলের সঙ্গে সুখে সংসার করতে। তাই বিয়ের মণ্ডপেই মেঘকে সে গুলি করে। এই পর্বের ক্লিপ প্রকাশ্যে আসতেই এক ব্যক্তি তাতে কমেন্ট করেন, 'এর পরেও ময়ূরীর যদি শাস্তি না হয় তাহলে বুঝে নিতে হবে পরিচালকের সঙ্গে ওর সম্পর্ক আছে।' এটা দেখেই হেসে কূলকিনারা পাচ্ছেন না নেট নাগরিকরা। অনেকেই সমর্থন করেছেন তাঁকে।
আরও পড়ুন: 'হতেই পারে যে...' ইনস্টাগ্রামে বোমা ফাটালেন অঙ্কুশ, চুপিসারে বিয়ে করে ফেলেছেন ঐন্দ্রিলাকে?
আরও পড়ুন: 'খুব ভালো মানুষ ছিল', ১৯ এই না ফেরার দেশে দঙ্গলের ছোট ববিতা, বন্ধু সুহানির স্মৃতিতে বুঁদ জায়রা
কে কী বলছেন?
এক ব্যক্তি এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'একেবারে সত্যি কথা।' কেউ আবার লেখেন, 'নিজের বোনের সঙ্গে কেউ এমন করেন!' কেউ আবার লেখেন, 'একদমই তাই। খালি শয়তানি করছে আর সবাই ওকে ছেড়ে দিচ্ছে। অদ্ভুত।'
আরও পড়ুন: 'এভাবেই মৃত্যুর মুখ থেকে ফিরলাম', কী হয়েছিল রশ্মিকা মন্দানার? এখন কেমন আছেন?
আরও পড়ুন: ৫৮ -এর যুবক বলবে কে! ছেলের ব্র্যান্ডের প্রচারে শার্টলেস অবতারে শাহরুখ, ছড়ালেন উষ্ণতা
প্রসঙ্গত ইচ্ছে পুতুল ধারাবাহিকটি নিয়ে সম্প্রতি কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে এটা নাকি শেষ হয়ে যেতে চলেছে। মেঘ এবং নীলের বিয়ে দেখিয়েই নাকি এই মেগা শেষ হয়ে যাবে। কিন্তু আপাতত তেমন কোনও লক্ষণ নেই।