প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রশ্মিকা মন্দানা! সম্প্রতি একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানালেন তিনি যে বিমানে চড়ে যাচ্ছিলেন সেটা এমার্জেন্সি ল্যান্ডিং করেছিল। ডেকান ক্রনিকেলের একটি রিপোর্টে জানানো হয়েছে অভিনেত্রী যে বিমানে চড়ে যাচ্ছিলেন সেটাকে বাধ্য হয়ে এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয় টেকনিক্যাল সমস্যা এবং টার্বুলেন্সের কারণে।
কী হয়েছিল রশ্মিকা মন্দানার ফ্লাইটে?
শনিবার রশ্মিকা মন্দানা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন সেখানে তাঁর সঙ্গে অভিনেত্রী শ্রদ্ধা দাসকে দেখা গিয়েছিল। সেই ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'জাস্ট ফর ইনফরমেশন, এভাবেই আমরা প্রায় মৃত্যুর মুখ্য থেকে বেঁচে ফিরেছি।'
আরও পড়ুন: 'হতেই পারে যে...' ইনস্টাগ্রামে বোমা ফাটালেন অঙ্কুশ, চুপিসারে বিয়ে করে ফেলেছেন ঐন্দ্রিলাকে?
আরও পড়ুন: 'খুব ভালো মানুষ ছিল', ১৯ এই না ফেরার দেশে দঙ্গলের ছোট ববিতা, বন্ধু সুহানির স্মৃতিতে বুঁদ জায়রা
এরপর ডেকান ক্রনিকেলের একটি রিপোর্টে জানানো হয় এয়ার ভিস্তারার একটি বিমানে রশ্মিকা মন্দানা, শ্রদ্ধা দাস এবং অন্যান্য যাত্রীরা চরম বিপদের মুখে পড়েছিলেন। তাঁদের এই ফ্লাইটে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল। চরম টার্বুলেন্সের মধ্যে পড়তে হয় তাঁদের বিমানকে।
বিমানটি মুম্বই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল। কিন্তু টেক অফ করার আধ ঘণ্টার মধ্যে সেটা ফের মুম্বইতে ফিরে আসে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন: ৫৮ -এর যুবক বলবে কে! ছেলের ব্র্যান্ডের প্রচারে শার্টলেস অবতারে শাহরুখ, ছড়ালেন উষ্ণতা
রশ্মিকা মন্দানার প্রজেক্ট
রশ্মিকা মন্দানাকে আগামীতে নেহা ধুপিয়ার শো নো ফিল্টার উইথ নেহায় দেখা যাবে। এছাড়া তাঁকে শেষবার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল রণবীর কাপুরের সঙ্গে। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল এই ছবিটি। তাঁকে আগামীতে পুষ্পা ২ ছবিতে দেখা যাবে, সেই ছবিটির নন পুষ্পা: দ্য রুল। তাঁর সঙ্গে সেই ছবিতে থাকবেন আল্লু অর্জুন। এটি ১৫ অগস্ট মুক্তি পাবে বলেই জানা গিয়েছে।