খুব জলদি সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এপ্রিল মাসের মাঝামাঝি সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সদ্যোজাতর সাদাকালো পোশাকের একটি ছবি শেয়ার করে সেইসময় তিনি লিখেছিলেন, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। সেইসময় Mama’ লেখা একটি লকেটের ছবিও পোস্ট করেছিলেন নায়িকা।
শুক্রবার অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেছিলেন। যেখানে তিনি ভক্ত ও অনুগামীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যেখানে তিনি নিজের প্রেগন্যান্সি জার্নি নিয়েও কথা বলেন।
একজন ইলিয়ানাকে প্রশ্ন করেন, ‘ওজন বেড়ে যাওয়া নিয়ে কি আপনি চিন্তিত নন?’ জবাবে তিনি লিখলেন, ‘প্রথমদিকে মাথায় সত্যি প্রশ্নটা ঘুরত। আমার মনে হয় এটার পিছনে কারণ ছিল একগাদা লোক প্রশ্ন করে তোমাকে যখন তোমার সন্তান হতে চলেছে তখনের বাড়তি ওজন নিয়ে। আপনি যখন ডাক্তারের কাছে যান ও প্রতিবার ওজন করা হয় তখনও এটা মাথার মধ্যে ঘুরতে থাকে। তবে সত্যি বলতে, আমার শরীরের এই বদলকে আমি ভালোবেসেছি।’
‘দুর্দান্ত উপভোগ্য এই জার্নি। অবশ্যই এমন কিছু দিন আসে যখন আমার কিছুই ভালো লাগে না। কিন্তু আমার চারপাশে কিছু অসাধারণ মানুষ আছেন, যাঁরা ভালোবাসা দিয়ে মনে করিয়ে দেন আমি আমার অন্দরে একটা প্রাণকে বড় করছি। সুতরাং ওজন কোনও ব্যাপারই নয়। দয়া করে ‘গর্ভাবস্থায় কতটা ওজন বাড়া উচিত’ তা নিয়ে ভাবতে বসবেন না। যতটা সম্ভব ততটা আনন্দে থাকুন। যতটা সম্ভব ততটা সুস্থ থাকুন। নিজের শরীরকে বুঝুন। আপনার শরীরের জন্য যেটা ঠিক সেটাই করুন।’, নিজের বক্তব্য জুড়ে দেন ইলিয়ানা।
অভিনেত্রীকে এক নেটিজেন প্রশ্ন করেন, ‘বাচ্চার প্রথম হার্টবিট শোনার সময় তাঁর অনুভূতি কেমন হয়েছিল?’ জবাবে তিনি লিখলেন, ‘আমার অভিজ্ঞতার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলির মধ্যে একটা ওটা। আমি যে কতটা অভিভূত হয়ে পড়েছিলাম তা ভাষায় বোঝাতে পারব না। চোখের জল আর আনন্দ মেশানো সে এক আশ্চর্য অনুভূতি। একটা ছোট্ট বীজ যা কিছুদিনের মধ্যেই পরিণত শিশুতে পরিণত হবে তার জন্য অপরিসীম ভালোবাসা।’
এক ভক্ত তাঁর ফুড ক্রেভিং নিয়েও প্রশ্ন করেন। জানতে চান আইসক্রিম না পিজ্জা, কী খেতে ইচ্ছে করছে ইলিয়ানার। আর তাতে জবাব আসে, ‘ভারতীয় খাবার। অনেকদিন ভালো বাটার চিকেন আর নান খাই না। বোম্বের খাবার মিস করছি।’