তাহলে কি এবার শেষমেষ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী ? গানের সুরে তাল মিলিয়ে এবার ঘর বাঁধতে চলেছেন ইমন, টলি ইন্ডাস্ট্রিতে কিন্তু এমন খবরই হাওয়ায় ভাসছে । পাত্র সুরকার নীলাঞ্জন ঘোষ , ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ । দুজনের দীর্ঘ আলাপ থাকলেও , প্রেমের বয়স যদিও মাত্র কয়েকমাস- এমনটাই খবর । শোনা গিয়েছে অক্টবর মাসেই রেজিস্ট্রি সেরে ফেলবেন তাঁরা । সামাজিক বিয়ে হতে পারে আগামী বছরের জানুয়ারী-ফেব্রুয়ারি মাস নাগাদ। সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।
যদিও পুরো বিষয়টাকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন ইমন । সঙ্গীত শিল্পী জানিয়েছেন এমন কোনো পরিকল্পনা হলে তিনি নিজেই অনুরাগীদের জানিয়ে দেবেন। ইমনের কথায়- নীলাঞ্জন তাঁর কেবলই ভালো বন্ধু। তবে ইমনের পরিচিত মহল কিন্তু দাবি করছে চুটিয়ে প্রেম করছেন এই জুটি। এবং বিয়ের পাকা সিদ্ধান্তটাও নেওয়া হয়ে গিয়েছে।
নীলাঞ্জনের সাথে কিছু কাজও করেছেন ইমন । সম্প্রতি ইমনের গাওয়া একি লাবণ্যে পূর্ণ প্রাণের মিউজিক অ্যারেঞ্জমেন্টস করেছেন প্রেমিক নীলাঞ্জন, এছাড়াও নজরুলের গান- ‘পরদেশী মেঘ’ একটি গানের মিউজিক ভিডিয়োয় সম্প্রতি ইউটিউবে লঞ্চ করেছেন ইমন। সেখানেও একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে ।
এর আগে দীর্ঘ একটা সময় ধরে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন ইমন। বয়সের ফারাক থাকলেও এই জুটির রসায়ন নজড় কাড়ত অনুরাগীদের। তবে মাসখানেক সেই সম্পর্কে ইতি টানেন দুজন।
সোশ্যাল মিডিয়াতেও মিলেছে ইমন-নীলাঞ্জনের সম্পর্কের ঘনিষ্ঠতার ইঙ্গিত । কাজেই গায়িকা অস্বীকার করলেও বাতাসে ছড়িয়ে পড়া বিয়ের ফুলের গন্ধ কিন্তু বলছে , খবর পাকা ।