সদ্য স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে দুই বছরের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন গায়িকা ইমন চক্রবর্তী। বিবাহবার্ষিকী উদযাপনের একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা।
সম্প্রতি নিজের মেয়ের ছবি নেটমাধ্যমের পাতায় প্রকাশ্যে আনলেন ইমন। শুনে একটু চমকে যাওয়ার মতোই খবর। আসলে ইমনের কন্যাসন্তান একটি চারপেয়ে সারমেয়। আদরে করে গায়িকা তার নাম রেখেছেন ‘বুলবুলি’। গয়িকার সন্তানসম এই পোষ্যের আজ জন্মদিন। আরও পড়ুন: অবস্থার অবনতি, সম্পূর্ণ বিপন্মুক্ত নন, কেমন আছেন আঁখি? জানালেন অভিনেত্রীর স্বামী
রবিবার সকাল সকাল বুলবুলির সঙ্গে নেটমাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেছেন ‘মা’ ইমন। ছবিতে দেখা গিয়েছে, পুচকে বুলবুলিকে কোলে নিয়ে গায়িকা। ক্যাপশনে লেখেন, ‘বুলবুলির সঙ্গে আমার প্রথম তোলা ছবি, আজ আমার মেয়ের জন্মদিন, ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে’। সময়ের সঙ্গে অনেকটাই বড় হয়ে গিয়েছে বুলবুলি। তবে ইমনের কাছে এখনও সে ছানা।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ। সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় এই জুটি। চলতি বছর কালিম্পঙের পাহাড়ে তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন সুরেলা জুটি। সেখান থেকে একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন তাঁরা।
কীভাবে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল তাঁদের সম্পর্ক? স্বামী নীলাঞ্জনকে নিয়ে ভালোবাসামাখা পুরনো এক পোস্টে ইমন লিখেছিলেন, ‘আমাদের প্রথম দেখা হয়েছিল ২০১৯ সালে। তোমার রেকর্ডিং স্টুডিওতে। পাত্তা দাওনি। ভালোই করেছিলে। গান গেয়ে বেরিয়ে গিয়েছিলাম। ২৬ সেপ্টেম্বর, তোমার মনে নেই দিল্লি এয়ারপোর্টে আমাদের দেখা হয়েছিল। তারপর গান পাঠানোর পর্ব। তারপর শ্যুটিং। সেইদিনো পাত্তা দাওনি। বেশ কিছুদিন পরে জাকির জির একটি শো দেখে কাউকে খুঁজে না পেয়ে তোমায় ফোন করেছিলাম। আর সেখান থেকেই শুরু…’।
এরপর যোগ করেন, ‘সম্পূর্ণ আলাদা স্বভাবের দুটো মানুষ একসাথে পথ চলা শুরু করলো। আমি কিন্তু জানতাম এই লোকটাকে হাতছাড়া করা যাবে না। মা বাবাই আমার পরিবার আমার খুব কাছের কিছু মানুষ গুলো ছাড়া কেউই আমায় খুব একটা বোঝে না বা বুঝলে ভুলই বোঝে। তুমি বুঝেছো পাগলামিগুলোকে ভালোবেসেছো কিচ্ছু চাওনি।’