ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সকলকে চমকে দিয়েছিলেন মাধুরী দীক্ষিত। এমনকী, বিয়ের পর নিজের বলি কেরিয়ারকে বিদায় জানিয়ে স্বামীর সঙ্গে থাকতে চলে গিয়েছিলেন আমেরিকায়। রবিবার এই জুটির বিবাহবার্ষীকি।
মাধুরীর ভাইয়ের বাড়িতে প্রথম তাঁদের দেখা হয়। ‘ধক ধক’ গার্লর জনপ্রিয়তা নিয়ে কোনও ধারণাই ছিল না শ্রীরাম নেনের। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর ১৯৯৯ সালের ১৭ অক্টোবর তাঁরা বিয়ে করেন।
সিমি গরেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী একবার জানিয়েছিলেন, ‘নেনে খুব বেশি বলিউড ছবি দেখেননি। আমি আর ওর মা একবার সেই চেষ্টা করেছিলাম। আমার ছবির একটা গান দেখাতে চেয়েছিলাম। যা দেখে ওর প্রথম কথা ছিল, আমরা অন্যকিছু করতে পারি না?’
মাধুরী এটাও জানিয়েছিলেন তাঁদের বিয়ের রিসেপশনে টিনসেল টাউনে মাধুরীর কোনও সহ-কর্মীকেই চিনতে পারেননি নেনে। শুধু অমিতাভকে চিনতে পেরেছিলেন! মাধুরীর কথায়, ‘‘স্কুলে থাকতে অমর আকবর অ্যান্টনি দেখেছিল। আমাদের রিসেপশনে অমিতাভকে দেখে বলেছিল, ‘এই মুখটা আমার চেনা চেনা লাগছে’। আর আমি বলেছিলাম, ‘হ্যাঁ ওই ছবিটার জন্য’।’’
নেনে ও মাধুরীর দুই সন্তান-আরিন আর রিয়ান। আরিন এবছর ভরতি হয়েছে আমেরিকার এক কলেজে। আর রিয়ান পা দিল ১৬ বছরে। প্রসঙ্গত, বর্তমানে বলিউড ছবি থেকে টিভি শো-তে দেখা যাচ্ছে মাধুরীকে। নেটফ্লিক্সের ওয়েবসিরিজ ‘ফাইন্ডিং অনামিকা’ দিয়ে খুব শীঘ্রই পা রাখতে চলেছেন ওয়েবের দুনিয়ায়।