বাংলা নিউজ > বায়োস্কোপ > Indian Idol Controversy: ‘অমিত কুমারের ওভাবে বলা ঠিক হয়নি’, মত উদিত নারায়ণের

Indian Idol Controversy: ‘অমিত কুমারের ওভাবে বলা ঠিক হয়নি’, মত উদিত নারায়ণের

অমিত কুমার বিতর্কে এবার নিজের মত প্রকাশ করলেন উদিত নারায়ণ।

আদিত্য ‘ছেলেমানুষ’ তাই আর সবার মতো চুপ না থেকে, মন্তব্য করে বসেছে, জানালেন উদিত। 

‘ইন্ডিয়ান আইডল ১২’-র কিশোর কুমার স্পেশ্যাল এপিসোড টেলিকাস্ট হয়েছে তাও দিন পনেরো আগে। কিন্তু কমার নাম নিচ্ছে না বিতর্ক। এবার তাতে যোগ দিলেন শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণের বাবা প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণও। জানান, অমিত কুমারের এভাবে কথা বলা (টাকার জন্য প্রশংসা করেছিলাম প্রতিযোগীদের, আমাকে নির্মাতারা তাই করতে বলেছিল) উচিত হয়নি একটা জনপ্রিয় শো নিয়ে। তিনি মনে করেন, উঠতি প্রতিভাদের এভাবে সমালোচনা করা ঠিক নয়। সঙ্গে, তাঁর ছেলে আদিত্যর মন্তব্য নিয়েও কথা বলেন। আদিত্যকে ‘ছেলেমানুষ’ মন্তব্য করে তাঁর মত, আর সবার মতো চুপ করে থাকতে পারেনি নিজের বয়সের জন্যই।

উদিত সংবাদমাধ্যমকে জানান, ‘আমি কিশোর কুমার স্পেশ্যাল পর্বটি দেখেছি। পরিষ্কার বোঝা যাচ্ছিল, অমিত উপভোগ করছেন সকলের গান। আর তুমি যদি শো-তে কোনও বিষয় নিয়ে সম্মতি প্রকাশ করো, তবে শোয়ের বাইরে সংবাদমাধ্যমের কাছে বিরূপ মন্তব্য করা ঠিক নয়। এখন হয়তো আমার এই মন্তব্যের জন্য আমাকে নিয়েও সমালোচনা হবে।’ অমিত কুমার প্রসঙ্গে উদিত আরও বলেন, ‘প্রায়ই আমাদের শো-তে ডাকা হয়, যাতে আমরা নতুন প্রতিভাদের কিছু শেখাতে পারি। আমরা অনেকসময়তেই ওদের কঠোরভাবে সমালোচনা করা এরিয়ে যাই, কারণ এতে ওদের মনে ভয় ঢুকে যাবে। নিজেদের নিয়ে নেতিবাচক হয়ে পড়বে।’

প্রসঙ্গত, নিজের বিরুদ্ধে চলা সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে সরব হয়েছেন আদিত্য। জানান, ‘যাঁরা আমাকে নিয়ে ট্রোল করছেন, তাঁদের সাষ্টাঙ্গ প্রণাম। আমি নিজেকে চিতা মনে করি। চিতা নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে কুকুরদের পিছনে দৌড়ায় না। এই অনুষ্ঠানের প্রতিযোগীরা সেরা বলেই ২৬ সপ্তাহ ধরে ইন্ডিয়ান আইডল ১২ বর্তমানে দেশের নম্বর ওয়ান রিয়েলিটি শো।’

বন্ধ করুন