টলিউডের অন্যতম চর্চিত নাম ইশা সাহা। ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রযোজনা সংস্থার অন্যতম হিট ফ্র্যাঞ্চাইসির মুখ ইশা সাহা। পেশাগত জীবনের পাশাপাশি ইশার ব্যক্তিগত জীবন নিয়েও জলঘোলা হয় হামেশাই। আর ট্রোলাররা তো তৈরিই থাকেন পান থেকে চুন খসলেই রে রে করে উঠতে। এবার ‘মিনি’ সাজতে গিয়ে কটাক্ষের মুখে ‘কাছের মানুষ’ নায়িকা।
শুক্রবারই বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘কাবুলিওয়ালা’। সুমন ঘোষ পরিচালিত এই ছবি নস্টালজিয়া উস্কে দিয়েছে সকলের। রবি ঠাকুরের লেখা এই ছোটগল্প নিয়ে আগেও ছবি তৈরি হয়েছে। সুমনের ‘কাবুলিওয়ালা’ মিঠুন চক্রবর্তী, আর মিনির চরিত্রে রয়েছে মিঠাই-উচ্ছেবাবুর ‘মিষ্টি’ মেয়ে অনুমেঘা কাহালি। সেই ছবির প্রিমিয়ারেই ইশার শখ একটু ছেলেবেলায় ফিরবেন তিনিও। তাই ‘মিনি’ সাজতে গিয়ে মিনি স্কার্ট পরে প্রিমিয়ার নাইটে হাজির অভিনেত্রী। সেই ভিডিয়ো ভাইরাল হতেই কটাক্ষের শিকার ইশা।
ইশার পোশাক দেখে চোখ ছানাবড়া নেটিজেনদে। ছাই রঙা ফুল স্লিভস সোয়েটার আর মিনি স্কার্টে ‘প্রজাপতি বিস্কুট’ অভিনেত্রী। শরীরের উপরের অংশ ঠাণ্ডায় রেখে রাখলেও পা একদম অনাবৃত। তা দেখেই অধিকাংশ নেটিজেনের প্রশ্ন, ‘এদের কী পায়ে ঠাণ্ডা লাগে না?’ একজন লেখেন, ‘পৃথিবীতে এমন কোনও বিজ্ঞান আবিষ্কার হয়নি যারা ফ্যাশনের মাঝে কাঁটা হয়ে মেয়েদের গরমের জানা পরাতে পারে।’ অপর একজন লেখেন- ‘এখানে মনে রাখা দরকার...কোমরের নীচের অংশ শরীরের অংশ নয়’।
ভাইরাল ভিডিয়োতে দেখা গেল পরিচালক অরিন্দম শীলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারার পর পাপারাৎজিদের জন্য পোজ দিতে ব্যস্ত ইশা। অনস্ক্রিন ‘মিনি’র (অনুমেঘার) খোঁজও করেন ঈশা। বললেন, ‘মিনি আসেনি এখনও?’ নেতিবাচক জবাব পেয়ে হাসিমুখে প্রশ্ন, ‘এটা কার প্রিমিয়ার? আমার?’ এরপর পাপারাৎজির কথায় সহমত জানিয়ে বলেন, ‘মিনির সঙ্গে দেখা করব বলে মিনি (স্কার্ট) পরেছি।’
বক্স অফিসে ইশার শেষ রিলিজ ছিল ‘একটু সরে বসুন’। ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে একেবারেই স্বচ্ছন্দ নন ইশা। এই সম্পর্কে মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, 'আমার মনে হয় কিছু অনুভূতি ব্যক্তিগত থাকা ভালো। সেটা দরকার। আর সেই ব্যক্তিগত স্পেসে আমিই থাকব। কিন্তু দুঃখের বিষয় যত দিন যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অতিরিক্ত মেলে ধরছি। আর যেভাবে মেলে ধরছি তাতে আমার সত্যি খুব ভয় করে যে সোশ্যাল মিডিয়া আমার ঘরে না ঢুকে পড়ে।'