বলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন। মাস কয়েক আগেই শোনা গিয়েছিল, এক বিদেশিনী মডেলের প্রেমে পড়েছেন ইশান খট্টর। মালয়েশিয়ান মডেল চাঁদনি বাইজের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। এক আগে একাধিকবার মুম্বইয়ে একসঙ্গে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তাঁরা।
নানা গুঞ্জন শোনা গেলেও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দু'জনের কেউই। সম্প্রতি পাপারাৎজ্জির ক্যামেরার সামনেই চর্চিতা প্রেমিকার সঙ্গে ধরা দিলেন ইশান। এক বন্ধুর বাগদানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিনেতা। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে হাজির ছিলেন চাঁদনি বাইজও। অনুষ্ঠান থেকে বেরোনোর সময় একসঙ্গে পাপারাৎজ্জির ক্যামেরার ধরা পড়েন তাঁরা। সেই মুহূর্তে খুব সাবলীল দেখাচ্ছিল তাঁদের।
পাপারাৎজ্জির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, চাঁদনির হাত ধরে তাঁকে গাড়িতে তুলে দেন ইশান। ক্যামেরার সামনে চাঁদনির হাত ধরা ইশানের ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিয়ো দেখে নেটিজেনের প্রশ্ন, তবে কি এতদিনের সম্পর্কের জল্পনার সিলমোহর দিলেন ইশান? দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: পরিণীতির বিয়েতে না গিয়ে কোন বলি সেলেবের শাদিতে হাজির হলেন শাহিদ, সিদ্ধার্থ, অনন্যারা
জল্পনা শুরু হয়, মাস কয়েক আগে বাইকে করে মুম্বইয়ে এক রহস্যময়ীকে নিয়ে ঘুরতে দেখা যায় ইশান খট্টরকে। কিন্তু সেই সময় মেয়েটির মুখ ছিল আবছা। আপাদমস্তক কালো পোশাকে ঢাকা, মাথায় হেলমেট। হেলমেটে মুখ ঢাকা থাকার কারণে চিনে ওঠা যায়নি ওই নারীকে। এত দিন তাঁর পরিচয় ছিল গোপনে। শেষে খোঁজ মেলে রহস্যময়ীর। নাম চাঁদনি বেনজ। তিনি মালয়শিয়ান মডেল।
মালয়শিয়ার কুয়ালা-লামপুরে জন্ম চাঁদনির। মালয়শিয়াতে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন। তবে অতিমারির সময় থেকে পাকাপাকি ভাবে থাকছেন ভারতেই। বেশ কিছু এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
উল্লেখ্য, অভিনয়ে পা রেখেছিলেন সহকারী পরিচালক হিসাবে। শাহিদ কাপুর অভিনীত ‘উড়তা পঞ্জাব’-এর সেটে সহকারী পরিচালক ছিলেন ইশান। জাহ্নবী কাপুরের বিপরীতে ‘ধড়ক’ ছবিতে বলিউডে আত্মপ্রকাশ ইশান খট্টরের। ‘খালি পিলি’, ‘আ স্যুটেবল বয়’-এর মতো সিরিজেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
প্রথম বলিউড ছবির নায়িকা জাহ্নবীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন। তার পরই অনন্যা পাণ্ডের সঙ্গে প্রায় তিন বছরের সম্পর্ক ছিল ইশানের। এখন সেসব অতীত। মালয়েশিয়ান মডেলের সঙ্গে আপাতত নাম জুড়েছে অভিনেতার।