বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হলেন জ্যাকলিন ফার্নান্দেজ। যদিও সম্প্রতি একটি তাক তছরুপের মামলায় তাঁর নাম জড়িয়েছিল। বেশ কয়েকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই বিষয়ে। কিন্তু এখন সেসব এবং বিশেষ করে এই মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তিনি সমস্ত যোগাযোগ কাটিয়ে বেরিয়ে আসতে চাইছেন। নতুন করে কাজ এবং কেরিয়ারে মন দিতে চাইছেন। এর মাঝেই ঘটে গেল বিপত্তি। তিনি যে অ্যাপার্টমেন্টে থাকেন তাতে আগুন লেগে গিয়েছে।
জ্যাকলিনের অ্যাপার্টমেন্টে আগুন
গত বছর জ্যাকলিন ফার্নান্দেজ তাঁর নতুন ফ্ল্যাটে শিফট করেছেন। মুম্বইয়ের পালি হিলের একটি আবাসনে থাকেন তিনি এখন। সেখানেই এদিন বিধ্বংসী আগুন লেগে যায়। কিছু মানুষের এই গোটা বিষয়টা নজরে আসতেই তাঁরা দমকলকে খবর দেন।
আরও পড়ুন: 'অনুপম সব জানত...' প্রাক্তনকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসেন পিয়া, গায়কের দাবি 'ভুল', জানালেন পরম
আরও পড়ুন: শিক্ষক হয়ে গেল দাদু! নতুন বিজ্ঞাপনে আমিরের নাতির চরিত্রে দর্শিল সাফারি
বুধবার, ৬ মার্চ রাতে এই অঘটন ঘটে। কিন্তু কীভাবে আগুন লেগেছে সেটা জানা যায়নি। এমনকি দুর্ঘটনার সময় তিনি ভিতরে ছিলেন কিনা সেটাও অজানা। যদিও কেউ কেউ দাবি করেছেন অভিনেত্রী বর্তমানে কাজের জন্য দুবাইয়ে রয়েছেন। তাই এই বিপদের মুখে তাঁকে পড়তে হয়নি বলেই মনে করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়তে ভাইরাও হয়ে গিয়েছে জ্যাকলিনের বাড়িতে আগুন লাগার খবর। সেটা দেখেই অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্ল্যাটের ভিতর কতটা কী ক্ষয় ক্ষতি হয়েছে সেটা নিয়েও অনেকেই উষ্মা প্রকাশ করেছেন। যদিও অভিনেত্রীর যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটেই যে আগুন লেগেছে সেটা নয়। তিনি থাকেন ১৫ তলায়। আগুন লেগেছে তার ঠিক নিচের তলায়। তবুও তাপে কতটা ক্ষতি হয়েছে অভিনেত্রীর ফ্ল্যাট সেটা অজানা। কিন্তু আগুন লাগার খবর পেয়েই দ্রুত দমকল সেখানে পৌঁছয়।
আরও পড়ুন: 'ও বাবার মতো আগলে রাখে...' শোভন না নীলাঞ্জন- সঙ্গী হিসেবে কে পারফেক্ট? বোঝালেন ইমন
জ্যাকলিন বর্তমানে বলিউডে নিজের হারানো জায়গা খুঁজে পেতে মরিয়া। এখনও তেমন ছবিতে কাজ না পেলেও, তাঁকে সম্প্রতি একাধিক কনসার্টে দেখা গিয়েছে। অন্যদিকে অভিনেত্রী সব যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইলেও সুকেশ কিন্তু বারবার অভিনেত্রীর সঙ্গে হওয়া কথোপকথন প্রকাশ্যে আনার চেষ্টা করছেন।