শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের প্রেমের গুঞ্জন তো বহু বছরের। যদিও মাঝে এই গুঞ্জন অনেকটাই থিতিয়ে পড়েছিল। তবে সম্প্রতি আবার জাহ্নবী-শিখরকে নিয়ে চর্চা তুঙ্গে। বেশকিছুদিন আগে শিখরের সঙ্গে তিরুপতি মন্দিরে পুজো দিতেও গিয়েছিলেন জাহ্নবী। আবার গণেশ পুজো শেষে আম্বানিদের বিসর্জনেও শিখরের সঙ্গে জমিয়ে ভাসান ডান্স করতে দেখা যায় জাহ্নবীকে। এখানেও শেষ নয় মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে শিখরের গাড়িতেই গিয়েছিলেন শ্রীদেবী কন্যা। তবে এতদিন এটা নিয়ে দুজনে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও এবার একপ্রকার নিজেদের প্রেমে সিলমোহর দিলেন জাহ্নবী-শিখর!
কিন্তু কীভাবে?
ওরহান আওত্রামানি ওরফে ওরি, ইনস্টাগ্রামে একটি মজাদার পার্টির একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে সারা আলি খান, সুহানা খান, খুশি কাপুর, সারা তেন্ডুলকর এবং শিখর পাহাড়িয়া সহ বি-টাউনের বহু তারকা কন্যাকে দেখা যাচ্ছে। ওরিকে তাঁর BFF-এর সঙ্গে ‘ডান্স উইথ মি এক্স ইউ ওয়ান্ট সি মি টুনাইট গান’ এর ভাইরালে সামিল হতে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে অরি লিখেছেন, ‘স্বাভাবিক, অস্বাভাবিক এবং দৃশ্যত নৈমিত্তিক সন্দেহভাজন।’
আরও পড়ুন-বড় খবর! বলিউডে প্রসেনজিৎ-এর পরিচালনায় 'নটী বিনোদিনী' হচ্ছেন ‘কুইন’ কঙ্গনা
আরও পড়ুন-রাহুলের সঙ্গে ফের পুরনো সংসার সাজাচ্ছেন, প্রিয়াঙ্কা বলছেন, ‘আমারও কিছু ভুল ছিল’
তবে ওরির এই ভিডিয়োতে দেখা যায়নি জাহ্নবীকে। তবে ভিডিয়োর কমেন্টে আবার তিনিি প্রথম মন্তব্য করেছেন। যিনি ভিডিওতে অনুপস্থিত ছিলেন, তিনি প্রথম মন্তব্য করেছিলেন। লেখন, ‘শিকু (শিখর পাহাড়িয়া)’ এবং সঙ্গে একটা হার্ট ও চোখের একটি ইমোজি যোগ করেন। এখানেই শেষ নয়, আরও আছে। সেখানে শিখরের মন্তব্যের পরে জাহ্নবী একটি বার্তাও দিয়েছেন (এখন মুছে ফেলা হয়েছে)। জাহ্নবী শিখরের উদ্দেশ্যে লেখেন, ‘শিখর পাহাড়িয়া, এই গোলাপি মেয়েটা কে?’ এরপরই ওরি ঝাঁপিয়ে পড়ে ‘গোলাপী মেয়ে’ তাশীন রহিমতুলাকে লেখন, ‘এবার দৌড়াও’। আর এরপরই আসল কথাটা বলেই ফেলেন শিখর পাহাড়িয়া। লেখেন,'জাহ্নবী কাপুর, আমার সবটা শুধু তোমারই সব।' আর এরপর জহ্নবী-শিখরের প্রেমের কথা আর কিছুই চাপা থাকল না।

কমেন্টবক্সে জাহ্নবী-শিখরের ভাইরাল কথোপকথন
যদিও পড়ে এই সব কমেন্টগুলিই মুছে ফেলা হয়। তবে ততক্ষণে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত শিখর পাহাড়িয়া গত ৫ নভেম্বর জাহ্নবীর বোন খুশির জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন।
এখন প্রশ্ন এই শিখর পাহাড়িয়া কে? ইনি হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। শিখরের সঙ্গে জাহ্নবীর বন্ধুত্ব বহু পুরনো। তবে মাঝে তাঁদের ব্রেকআপ হয়ে গিয়েছিল বলেই শোনা যেত। 'ধড়ক'-এর সময় শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সে সম্পর্ক টেকেনি। ফের শিখরের কাছেই ফিরেছেন জাহ্নবী।