শাহরুখ খান অভিনীত জওয়ান মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবির একাধিক বিষয় নিয়ে চর্চা চলছে। বাহবা দিচ্ছে, প্রশংসা করছে সাধারণ মানুষ থেকে সমালোচক সহ সকলেই। এবং এই বিষয়গুলোর মধ্যে যেমন স্ক্রিপ্ট আছে, তেমনই আছে ডায়লগ সঙ্গে আছে দুরন্ত সব অ্যাকশন দৃশ্য। একটার পর একটা মারকাটারি অ্যাকশন দৃশ্য দেখে রীতিমত মুগ্ধতা গ্রাস করেছে দর্শকদের। অজান্তেই ওয়াহ ওয়াহ বেরিয়ে এসেছে মুখ দিয়ে। কিন্তু এই অ্যাকশন দৃশ্যগুলোর নেপথ্যে কে ছিলেন জানেন? ফের্ডি ফিশ্চার। তিনিই জওয়ান ছবির অ্যাকশন ডিরেক্টর।
জওয়ান ছবির গাড়ির চেজিং সিন বলুন বা বন্দুক নিয়ে লড়াইয়ের দৃশ্য সব কিছুই কিন্তু বেশ আলাদা ভাবে নজর কেড়েছে। আর এই প্রতিটা সিন হয়েছে আন্তর্জাতিক অ্যাকশন ডিরেক্টর ফের্ডির নির্দেশনায়। সম্প্রতি এই অ্যাকশন ডিরেক্টর নিজেই তাঁর টুইটারে জওয়ান ছবির কিছু BTS দৃশ্য পোস্ট করেছেন।
যাঁরা জওয়ান দেখেছেন তাঁদের আশা করি সেই দৃশ্যের কথা মনে আছে যেখানে একটা ব্রিজের উপর দিয়ে শাহরুখ খান তাঁর গার্ল গ্যাংয়ের সঙ্গে ট্রাকের উপর লাফাবে। হ্যাঁ সেই দৃশ্যের BTS ভিডিয়ো পোস্ট করেছেন ফের্ডি। সেখানে দেখা যাচ্ছে কিং খানের পাশে দাঁড়িয়ে গিরিজা ওক, সানিয়া মালহোত্রা। তাঁরা সকলেই ব্রিজ থেকে ট্রাকে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। কালো পোশাকে হার্নেস বাঁধা অবস্থায় দাঁড়ানো তাঁরা।
আরও পড়ুন: দীপিকার বদলা নিতে সদা প্রস্তুত শাহরুখ! জওয়ান দেখে ভক্তরা কোন ছবির সঙ্গে তুলনা টানলেন?
আরও পড়ুন: তৃতীয় দিনেই আদিপুরুষকে পিছনে ফেলে দিল জওয়ান, বিশ্বজুড়ে মোট কত আয় করল শাহরুখের ছবি?
এই ভিডিয়ো টুইটারে পোস্ট করে তিনি শাহরুখ খানের প্রশংসা করেন। বাদ দেন না রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রশংসা করতে। তিনি লেখেন, 'চলতি বছরের শুরুর দিকে জওয়ানের সেটে বলিউডের কিংয়ের সঙ্গে কাটানো অবিস্মরণীয় দিনটি।' বর্তমানে যদিও তিনি এই ভিডিয়োটি ডিলিট করে দিয়েছেন।
প্রসঙ্গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত জওয়ান। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। প্রধান মহিলা চরিত্রে আছেন নয়নতারা। খলনায়কের ভূমিকায় দেখা মিলেছে বিজয় সেতুপতির। এছাড়া অন্যান্য চরিত্রে সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তকে ক্যামিও চরিত্রে দেখা যাচ্ছে।