বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan on Jawan: 'জওয়ান আদতে নতুন চেন্নাই এক্সপ্রেস!' ভক্তের প্রশ্নে কেন এমন বললেন শাহরুখ?

Shah Rukh Khan on Jawan: 'জওয়ান আদতে নতুন চেন্নাই এক্সপ্রেস!' ভক্তের প্রশ্নে কেন এমন বললেন শাহরুখ?

'জওয়ান আদতে নতুন চেন্নাই এক্সপ্রেস!' ভক্তের প্রশ্নে কেন এমন বললেন শাহরুখ?

Shah Rukh Khan on Jawan: ‘জওয়ান’ ছবিটি প্রসঙ্গে এদিন ASK SRK সেশনে এক অদ্ভুত উত্তর দিলেন শাহরুখ। তিনি বললেন এই ছবি নাকি আদতে নতুন ‘চেন্নাই এক্সপ্রেস’।

শাহরুখ মাঝে মধ্যেই তাঁর ভক্তদের সঙ্গে আলাপচারিতা সারেন। তাঁদের নানা প্রশ্নের উত্তর দেন। ফলে Ask SRK সেশন হলেই কিং খান ভক্তরা তাঁদের প্রশ্নের ঝুলি নিয়ে হাজির হয়ে যান। আর অভিনেতাও তাঁদের সেই অদ্ভুত সব প্রশ্নের উত্তর দেন। কখনও তাতে কোনও বার্তা থাকে, কখনও আবার নিছকই মজা।

সদ্যই শাহরুখ খান একটি ASK SRK সেশন করেছিলেন। সেখানে এক ব্যক্তি শাহরুখকে মনে করিয়ে দিয়ে বলেন ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটির ১০ বছর পূর্ণ হয়ে গেল। তাতে ‘পাঠান’ যা জবাব দিয়েছেন তাতে নতুন উৎসাহ খুঁজে পেয়েছে তাঁর ভক্তরা।

সেই ব্যক্তি টুইটারে লেখেন, 'গতকাল ৫০টি শহরে SRK ইউনিভার্সের তরফে চেন্নাই এক্সপ্রেসের স্ক্রিনিং করানো হয়। এই ছবিটির ১০ বছর পার হয় গেল। আপনি কি এটা জানতেন?' ভক্তের এই প্রশ্নের সাড়া দেন শাহরুখ। বলেন ‘জওয়ান’ নাকি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর রিলোড ভার্সন! মানে নতুন ভার্সন। তবে পুরনো গল্প নতুন প্যাকেটে থুড়ি নতুন নাম আর কাস্টিংয়ে আসছে?

অভিনেতা এদিন ভক্তের টুইট রিটুইট করে লেখেন, 'হ্যাঁ, ১০ বছর আগের সেই দারুণ চেন্নাই এক্সপ্রেস। এখন অ্যাটলি, বিজয় সেতুপতি, নয়নতারা, সবাইকে নিয়ে নতুন চেন্নাই এক্সপ্রেস আসছে, জওয়ান। তাই না?' আর শাহরুখের এই উত্তরেই মজা পেয়েছেন ভক্তরা।

তবে কি সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলা ‘জওয়ান’ আদতে ‘চেন্নাই এক্সপ্রেস’ -এর হামসকল! প্রশ্ন তো উঠছেই। প্রসঙ্গত ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। ইতিমধ্যেই এই ছবি টিজার সবার নজর কেড়েছে। এখানে খলনায়কের ভূমিকায় থাকবেন বিজয় সেতুপতি।

এদিন আরও একটি ভক্তের টুইটের মজার উত্তর দেন শাহরুখ। বুধবার সুলেমান আহমেদ নামে এক ব্যক্তি Ask SRK-সেশনে শাহরুখের উদ্দেশ্যে লেখেন, ‘বাগদত্তাকে বললাম জওয়ান দেখব, চলো। শুনে ও বললে, আমার জওয়ান তো তুমি, আমি SRK-কে দেখতে চাই না।’

এমন কথার উত্তরে শাহরুখ লেখেন, ‘ঠিক আছে ভাই, তুমি তোমার বান্ধবীর কথাই শোনো, সিনেমার গল্প না হয় কারও কাছে শুনে নেবে। আর বান্ধবীকে জিজ্ঞেস করো আমার পরের ছবি ডাঙ্কি। এটা দেখবে তো? নাকি তোমাকেই ওর ডঙ্কি-র মতো লাগে?’

বন্ধ করুন