বাংলা নিউজ > বায়োস্কোপ > Jaya Bachchan: 'আমি জানতাম না আমার প্রথম পারিশ্রমিক কত ছিল', অকপটে জানালেন জয়া বচ্চন

Jaya Bachchan: 'আমি জানতাম না আমার প্রথম পারিশ্রমিক কত ছিল', অকপটে জানালেন জয়া বচ্চন

প্রথম পারিশ্রমিক নিয়ে অকপটে জয়া বচ্চন

Jaya Bachchan: জয়া বচ্চন জানান তিনি যখন প্রথমবার রোজগার করেন তখন তাঁর বয়স মাত্র ১৩। সেই কাজের জন্য তিনি কত পারিশ্রমিক পেয়েছিলেন আজও জানেন না।

হোয়াট দ্যা হেল নব্য নামক যে পডকাস্ট শো পরিচালনা করেন নব্য নভেলি সেখানে জয়া বচ্চন তাঁর প্রথম রোজগার নিয়ে কথা বললেন। জয়া বচ্চন এবং নব্য নভেলির সঙ্গে এই শোতে উপস্থিত ছিলেন শ্বেতা বচ্চন। তাঁরা এই এপিসোডে টাকা এবং সম্পর্ক নিয়ে আলোচনা করেন কারণ, এই এপিসোডের টাইটেল ছিল 'গার্লস জাস্ট ওয়ান্না হ্যাভ ফান্ড।'

এই বিষয়ে কথা বলতে গিয়ে জয়া বচ্চন জানান যে তিনি যখন প্রথম রোজগার করেন তখন তাঁর বয়স মাত্র ১৩। কিন্তু ওই বয়সে তিনি প্রথম কাজ হিসেবে কত টাকা রোজগার করেছিলেন সেই বিষয়ে তাঁর কোনও ধারণা নেই।

জয়া বচ্চন তাঁর কেরিয়ার শুরু করেছিলেন একজন সত্যজিৎ রায়ের ছবি মহানগর দিয়ে। তখন তিনি কিশোরী। তারপর তিনি সেই কাজের জন্য কত পারিশ্রমিক পেয়েছিলেন সেটা তিনি জানেন না, কারণ তাঁর সঙ্গে তখন টাকার কোনও সম্পর্ক ছিল না বলেই জানান।

এই পডকাস্ট শোতে অকপটে জয়া বচ্চন জানান, 'আমি ১৩ বছর বয়সে প্রথম রোজগার করি। আমি জানি না তখন আমি কত টাকা উপার্জন করেছিলাম। আমি এই বিষয়ে কখনই বাবাকে জিজ্ঞেস করিনি। এবং এই বিষয়টা কখনই আমাকে ভাবায়নি।' তবে জয়া জানান যে তাঁর বাবা তরুণ ভাদুড়ী সেই টাকা দিয়ে তাঁকে একটি রেকর্ড প্লেয়ার কিনে দিয়েছিলেন যেখানে তিনি ক্লিফ রিচার্ড এর গান শুনতেন।

এছাড়া জয়া জানান যে তিনি যখন উচ্চ শিক্ষার জন্য যান, তখন তিনি তাঁর বাবাকে বলেছিলেন, 'আমি চাই না তুমি আমার পড়াশোনার জন্য খরচ করো। আমি নিজেই নিজের পড়ার খরচ চালাব।' এই বিষয়ে বলে রাখা ভালো, পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় পড়াশোনা করেছেন জয়া। সেখানেই তাঁর সঙ্গে তাঁর স্বামী অমিতাভ বচ্চনের আলাপ হয়। এরপর তাঁদের আবার দেখা হয় গুড্ডি ছবির সেটে ১৯৭৩ সালে তাঁদের বিয়ে হয়।

এই পডকাস্ট শোতে নব্য নভেলি, জয়া বচ্চন এবং শ্বেতা বচ্চন আলোচনা করেন এই বিষয় নিয়ে যে মহিলাদের কেন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন বর্তমান সময়ে।

বন্ধ করুন