বাংলা নিউজ > বায়োস্কোপ > Jaya Bachchan: করোনায় দুটো বেস্ট ফ্রেন্ড পেয়েছেন জয়া বচ্চন, বললেন নিজের মুখে! এরা কারা জানেন?

Jaya Bachchan: করোনায় দুটো বেস্ট ফ্রেন্ড পেয়েছেন জয়া বচ্চন, বললেন নিজের মুখে! এরা কারা জানেন?

নিজের দুই বেস্ট ফ্রেন্ডের নাম জানালেন জয়া বচ্চন। 

মেয়ে আর মেয়ের ঘরের নাতনিই এখন জয়া বচ্চনের বেস্ট ফ্রেন্ড। অমিতাভ-পত্নী সাফ জানালেন, দু বছরে করোনা আর লকডাউনে তিনি কিচ্ছু হারাননি। 

সম্প্রতি জয়া বচ্চন হাজির হয়েছিলেন নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শো ‘হোয়াট দ্য হেল নভ্যা’-তে। আর সেখানেই তিনি কথা প্রসঙ্গে জানান, করোনা লকডাউনে গত দু বছরে দুটো বেস্ট ফ্রেন্ড পেয়েছেন তিনি। মেয়ে আর নাতনির সঙ্গে কথাপ্রসঙ্গে জয়া বলেন, ‘এই দু বছরে আমি কিছু হারাইনি’।

জয়া-অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দার বড় সন্তান নভ্যা। সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন তিনি। আর তারই প্রথম অতিথি ছিলেন জয়া আর শ্বেতা। বর্ষীয়ান অভিনেত্রী এদিন কথাপ্রসঙ্গে জানান, ‘গত দু' বছরে নভ্যা আর শ্বেতা আমার বেস্ট ফ্রেন্ড। আমার যা ইচ্ছে আমি ওদের বলতে পারি। আমি জানি ওরাও ওদের মত দেবে, বিশেষ করে শ্বেতা। ‘আমি তোমার সঙ্গে সহমত নই’ শোনাটাও খুব দরকার। আমি অন্তত এই বয়সে এসেও নিজেকে উন্নত করতে চাই।’

জয়া আরও জানালেন গটা পরিবারের সঙ্গে করোনা এবং সেইসময় হওয়া লকডাউন খুব ভালো কাটিয়েছেন তাঁরা। ‘আমরা খুব মজা করতাম’, বলেন অমিতাভ-পত্নী। সহমত পোষণ করেন নাতনি নভ্যাও। বচ্চন পরিবারের এই তরুণী আরও জানান, এমন অনেক কথা আছে তাঁর জীবনে যেগুলো তিনি আগে মা আর দিদুকে বলেন, তারপর বন্ধুদের।

নভ্যার কথায়, ‘এখনও এমন অনেক কথা আছে যা এখনও আমি তোমাদেরকেই বলি, আমার বন্ধুদেরকেও নয়। বা হয়তো পরে বলি।’ এরপর জয়াকে বলতে শোনা যায়, অগস্ত্যর চিন্তাভাবনা যদিও একটু হলেও আলাদা। আর তখনই ছেলের সপক্ষে শ্বেতাকে বলতে শোনা যায়, ‘আমার তো অগস্ত্যর ভিউ পয়েন্ট ভালো লাগে। আর আমি মনে করি ওর EQ (ইমোশনাল ইনটেলিজেন্স) নভ্যার থেকে বেশি’।

আর এতে অবাক হয়ে নভ্যা বলে ওঠেন, ‘এটা তুমি কখন ঠিক করলে’! তবে সবাইকে থামিয়ে শেষ করেন জয়া এটা বলে, ‘গত দুবছরে আমি কিছু হারাইনি, বরং দুটো বন্ধু পেয়েছি।’

 

বন্ধ করুন