মাত্র দুই বছর বিয়ে টিকেছিল অভিনেত্রী জেনিফার উইঙ্গেট এবং করণ সিং গ্রোভারের। এরপরই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন এই দম্পতি। করণের সঙ্গে বিচ্ছেদের পর স্বাভাবিক জীবনের ফিরে আসতে বেশ খানিকটা সময় লেগেছিল জেনিফারের। এরপরই অভিনেত্রীর সঙ্গে নাম জোড়ে জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সেহবান আজিমের।
টিনসেল টাউনে কান পাতলে সম্প্রতি ‘কোড এম’-এর সহ অভিনেতা তনুজ বিরওয়ানির সঙ্গে জেনিফারের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। পেশাদার ফ্রন্টে, জেনিফার উইঙ্গেটকে শেষবার জনপ্রিয় ওয়েব সিরিজ কোড এম-এ দেখা গিয়েছিল।
আরও পড়ুন: প্যারিস ছেড়ে, এবার লন্ডনে ‘বার্গার প্রেম’ হৃতিক-সাবার! আর কী কী করলেন দু'জনে?
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে মুখ খুলেছেন জেনিফার। অভিনেত্রী শুধু তাদের বিয়ের কথাই বলেননি, সেই সময়ের কথাও বলেছেন, যখন তিনি কয়েক বছর করণকে ডেট করার পরে তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জেনিফার বলেন, ‘সবাই আমাকে সেই সময় প্রশ্ন করেছিল, আমি কি পাগল? এসব কী করছি? আসলে, সেই সময় হয়তো ভগবান আমাকে বললেও আমি শুনতাম না। আমি ওকে বিয়ে করতামই। আমার সব সময় যেটা মনে হয়েছে সেটাই করে এসেছি। আর তখন যেটা সঠিক মনে হয়েছিল সেটাই করেছি।’
২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। নিজের কাছের মানুষ এবং শুভাকাঙ্খীরা সেই সময় পাশে ছিলেন অভিনেত্রীর। তাঁদের প্রসঙ্গে জেনিফার বলেন, ‘বুঝতে পারছিলাম, সবার আমার জন্য খারাপ লাগছিল। কিন্তু আমার সহানুভূতির প্রয়োজন ছিল না। সেই মুহূর্তে আমি নিজের সঙ্গে লড়াই করছিলাম। তাই বেশিরভাগ সময় একা থাকতাম। যখন মনে হয়েছেে, শেষ, এরপর সেখানেই শেষ করে বেরিয়ে এসেছি।'
প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা দু’জনেই এই পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলাম না। ও (করণ সিং গ্রোভার) বা আমি বলে না, আসলে দুজনেই সেই পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলাম না। আমাদের অনেক দিনের বন্ধুত্ব ছিল। আমরা এক ছিলাম। কিন্তু যতবারই দেখা হয়েছে, কোনও অশান্তির সৃষ্টি হয়েছে। হয়তো সময়টা ঠিক ছিল না।'