বাংলার মুখ আরও একবার ভরে উঠল হাসিতে। শুক্রবারের সিসিএল (সেলেব্রিটি ক্রিকেট লিগ)-এর ম্যাচে পাঞ্জাব দে শের-কে হারাল বেঙ্গল টাইগার্সরা। জয় এল যিশু সেনগুপ্ত, বনি, সৌরভ দাসদের ঝুলিতে।
পঞ্জাব দা শের-এর অধিনায়ক ছিলেন সোনু সুদ। অন্য দিকে, বেঙ্গল টাইগার্স দলের দায়িত্ব ছিল যিশু সেনগুপ্তর কাঁধে। চন্ডিগড়ের মাঠে মুখোমুখি হন তাঁরা। আর ঘরের মাঠেই টিম পঞ্জাবকে হারায় বাংলা। ২৬ রানে শুক্রবারের ম্যাচটি জিতে নেয় বাংলার টিম।
রাহুল মজুমদারের হাতে তুলে দেওয়া হয় ‘বাদশা অফ দ্য ম্যাচ’-এর খেতাব। আর জয় মুখোপাধ্যায় পান ‘বেস্ট ব্যাটসম্যান অফ দ্য ম্যাচ’-এর ট্রফি।
আরও পড়ুন: ‘ম্যাক্সটার্ন’ সাগর ঠাকুরকে মারধর করলেন বিগ বস ওটিটি বিজেতা এলভিশ, দায়ের অভিযোগ
বেঙ্গল টাইগার্সরা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা একটু ঢিমেতালে হলেও, খুব জলদি ফর্মে ফেরে গোটা টিম। রাহুল (মজুমদার) ২৯ বলে করেন ৬৯ রান। জয় (মুখোপাধ্যায়) ২০ বলে ৫৭ রান। ১৪২ রানের বড় লক্ষ্যমাত্রা তুলে দেয় তাঁরা পঞ্জাবের কাছে। আর খেলতে নেমে পড়পড় উইকেট পড়তে থাকে পঞ্জাব টিমের। যা বিপাকে ফেলে দেয় সোনু সুদের দলকে। তাঁদের দল তাকিয়ে ছিল হার্ডি সান্ধুর দিকে। যদিও তিনিও এই ম্যাচ বের করে আনতে পারেন না।
আরও পড়ুন: ‘অনেক বড়লোক আমায়…’! টাকার ‘লোভে’ রাজ কুন্দ্রাকে বিয়ে? কড়া জবাব শিল্পার
প্রথম ম্যাচেও জয় এসেছিল বেঙ্গল টাইগার্সদের ঝুলিতে। কেরালা স্ট্রাইকার্সদের ৩৩ রানে হারিয়েছিল বাংলার তারকারা। সেই ম্যাচ ছিল দুবাইতে।
প্রসঙ্গত, দেশের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের তারকাদের নিয়ে তৈরি এই ক্রিকেট লিগে অংশ নেয় দেশের মোট আটটি দল। দশ-দশ ওভার করে দুটি ইনিংসে খেলা হয়। বাংলার প্রতিনিধিত্ব করে যিশু সেনগুপ্তের নেতৃত্বাধীন বেঙ্গল টাইগার্স।
আরও পড়ুন: বনিকে বিয়ের চর্চার মাঝেই কৌশানির কোলে সদ্যোজাত, প্রেমিক জানে বাচ্চার খবর?
বাংলার হয়ে খেলছেন যেই তারকারা তাঁরা হলেন যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় মুখোপাধ্যায়, জয়ী দেবরায়, বনি সেনগুপ্ত, উদয় প্রতাপ সিং-রা।
পঞ্জাবের বিরুদ্ধে শুক্রবারের জয় বাড়িয়ে দিয়েছে বংলার কোয়ালিফায়ার রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। ৯ মার্চ তাঁরা ফের নামবে মাঠে। ভোজপুরি দাবাংসদের সঙ্গে টক্কর দেবে বেঙ্গল টাইগার্স। আপাতত রেটিংয়ে সবচেয়ে উপরে আছে কর্ণাটকা বুলডোজারস। তারপর যথাক্রমে চেন্নাই রাইনোস ও তেলেগু ওয়ারিয়রস। চারে মুম্বই হিরোজ ও পাঁচে বেঙ্গল টাইগার্স। বাংলার প্রতিটা মানুষ চাইছে এবার অন্তত কাপ হাতেই ঘরে ফিরুক যিশু-সৌরভ-রাহুলরা।